E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘সবাইকে নিয়ে বাংলাদেশ গড়তে চাই’

২০২৫ জুন ২০ ১৯:০৬:১৯
‘সবাইকে নিয়ে বাংলাদেশ গড়তে চাই’

দিলীপ চন্দ, ফরিদপুর : ‘আমরা ধর্ম বর্ন নির্বিশেষে সকল মানুষকে নিয়ে সবাই মিলে বাংলাদেশ গড়তে চাই।’ ফরিদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর জেলা শাখার দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল, সাবেক এমপি ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ এ কথা বলেন।

আজ শুক্রবার সকালে শুরু হওয়া দিনব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠান কবি জসিমউদ্দীন হল ও সদর উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

জেলা আমির মাওলানা বদরুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মঞ্জুরুল ইসলাম ভুইয়া কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য।

এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা সেক্রেটারী আব্দুল ওহাব, নায়েবে আমির আবু হারিচ মোল্যা, জেলা সহকারী সেক্রেটারী মুঃ জসিমউদ্দীন, পৌর আমির
ড. এহসানুল মাহবুব জোবায়ের সহ জেলার সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হামিদুর রহমান আজাদ বলেন, রাষ্ট্র পরিবর্তনে সমাজ পরিবর্তনে সাংবিধানিক পদ্ধতি হলো নির্বাচন পদ্ধতি। জামায়াত তার উদ্দেশ্যে ও লক্ষ্যে নিয়মতান্ত্রিক পন্থা গনতান্ত্রিক পদ্ধতিকে বেছে নিয়েছে সমাজ পরিবর্তনের জন্য। এ জন্য আমাদেরকে আগামী নির্বাচনে শক্তিশালী ভুমিকা পালন করতে হবে।

তিনি আরো বলেন, এ যাবত কাল যারা দেশ শাসন করেছে তারা কি সুশাসন কায়েম করেছে,গনতন্ত্র প্রতিষ্ঠা করতে পেরেছে। মানুষের অধিকার ন্যায বিচার কোনটাই না। আমরা ধর্ম বর্ন নির্বিশেষে সবাইকে নিয়ে বাংলাদেশ গড়তে চাই।

(ডিসি/এসপি/জুন ২০, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test