E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কেশবপুরে চাঁদা না পেয়ে ঘের ব্যবসায়ীর এস্কেভেটরের চাবি কেড়ে নেয়ার অভিযোগ

২০২৫ জুন ২১ ০০:৩৮:১৮
কেশবপুরে চাঁদা না পেয়ে ঘের ব্যবসায়ীর এস্কেভেটরের চাবি কেড়ে নেয়ার অভিযোগ

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : যশোরের কেশবপুর উপজেলার সাগরদত্তকাটি এলাকায় চাঁদা না পেয়ে এক ঘের ব্যবসায়ীর ঘেরের স্কেভটরের চাবি কেড়ে নেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কেশবপুর থানা, সেনাবাহিনী ক্যাম্পসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করা হয়েছে।

জানা গেছে, পৌর শহরের সাহাপাড়া এলাকার মৃত আবুল কাশেম গাজীর ছেলে কেরামত আলী গাজী দীর্ঘদিন ধরে মৎস্য ঘের ব্যবসা করে আসছেন । তিনি উপজেলার পাঁজিয়া ইউনিয়নের সাগরদত্তকাটি ও বেলকাটি মৌজার চাতরার বিলের মধ্যে ৩২৫ বিঘা জমি লিজ নিয়ে মৎস্য ঘের ব্যবসা করে আসছেন।

গত ০২ জুন তিনি মৎস্য ঘেরে স্কেভেটর দিয়ে পাড় বাধার কাজ করছিলেন। এসময় পাঁজিয়া এলাকার সাগরদত্তকাটি গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে সুমন সরদারের নেতৃত্বে বুলু সরদার, আনিছুর রহমান, মাসুদসহ অজ্ঞাতনামা ১৪ থেকে ১৫ জনের একদল সন্ত্রাসী মোটরসাইকেলযোগে ঘেরের পাড়ে এসে ঘেরের ম্যানেজার জাহাঙ্গীর আলম রাঙ্গার নিকট ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে ঘের করতে দিবে না বলে জানায় তারা। এসময় চাঁদা দিতে অস্বীকার করলে ঘেরের ভেড়িবাধ নির্মানের কাজে ব্যবহৃত এস্কেভেটর বন্ধ করে চাবি কেড়ে নেয়। এসময় চাঁদা না দিলে মৎস্য ঘেরের বড় ধরনের ক্ষতি এবং বিভিন্ন ভাবে হুমকি দিয়ে স্কেভেটরের চাবি নিয়ে চলে যায়। নিরুপায় হয়ে ঘের মালিক কেরামত গাজী বৃহস্পতিবার (১৯ জুন) কেশবপুর থানা ও সেনাবাহিনী ক্যাম্পে লিখিত অভিযোগ করেন।

এ বিষয়ে চাতরার বিল কমিটির সভাপতি রফিকুল ইসলাম বুলু বলেন, চাঁদাদাবি ও স্কেভেটরের চাবি কেড়ে নেয়ার ঘটনা শুনেছি। ৩রা জুন এ বিষয়ে জমির সকল মালিকদের নিয়ে মিটিং করা হয়। মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী ঘের মালিক থানায় অভিযোগ করেন। থানার ওসি পরবর্তীতে চাবি উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত সুমন সরদার বলেন, চাঁদাদাবির ঘটনা সঠিক নয়। কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

(এসএমএ/এএস/জুন ২১, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test