E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

অভয়নগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মতুয়া সম্প্রদায়ের পাশে পানাম গ্রুপ

২০২৫ জুন ২১ ০০:৪০:৫৮
অভয়নগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মতুয়া সম্প্রদায়ের পাশে পানাম গ্রুপ

যশোর প্রতিনিধি : যশোরের অভয়নগর উপজেলায় মতুয়া সম্প্রদায়ের বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে পানাম গ্রুপ। 

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের যশোর জেলা শাখার সার্বিক সহযোগিতায় শুক্রবার দুপুরে উপজেলার সুন্দলী ইউনিয়নের ডহরমশিয়াহাটী গ্রামের বেড়েধাপাড়ায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করেন। পরে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। এসময় ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারের প্রত্যেকে ৫০ কেজি চাল, ৫কেজি তেল, ৫কেজি ডাল, ১০ কেজি করে আলুসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি সিনিয়র সচিব (অবঃ) অশোক মাধব রায়, সচিব (অবঃ) সুবির কিশোর চৌধুরী, গোপাল চন্দ্র দেবনাথ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের যশোর জেলা শাখার সভাপতি দীপংকর দাস রতন, সহ সভাপতি শ্যামল দাস, দুলাল সমাদ্দার, সুন্দলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিকাশ মল্লিক, অভায়নগর উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রচার ও প্রকাশনী সম্পাদক দেব কুমার ঘোষ, সদস্য কার্তিক চন্দ্র বিশ্বাস, সদস্য তাপস সাহা গোবিন্দ প্রমুখ।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় নওয়াপাড়া পৌর কৃষক দলের সভাপতি তরিকুল ইসলাম ও তার এক সহযোগি সুমন সুন্দলী ইউনিয়নের ডহরমশিয়াহাটী গ্রামে বেড়েধাপাড়ায় পিন্টু বিশ্বাসের বাড়িতে যান। সেখানে মৎস্যঘেরের জমি সংক্রান্ত চুক্তিপত্র স্বাক্ষর শেষে পিন্টু বিশ্বাসের সঙ্গে তরিকুলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে অজ্ঞাতনামা ৬-৭ জন অস্ত্রধারী দুর্বৃত্ত বাড়ির ভেতরে ঢুকে তরিকুলকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে পালিয়ে যায়। এ খবর ছড়িয়ে পড়লে ওই রাতে বিক্ষুব্ধ জনতা পিন্টু বিশ্বাসের বাড়িসহ আশপাশের ১৩টি পরিবারের ১৮টি ঘরে ভাঙচুর-লুটপাট করে আগুন ধরিয়ে দেয়। পরে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

(এসএমএ/এএস/জুন ২১, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test