E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘যারা সৎ ও যোগ্য, মানুষের কল্যাণে কাজ করবে, তাদেরকেই প্রার্থী হিসেবে মনোনয়ন দিবে কেন্দ্রীয় বিএনপি’

২০২৫ জুন ২১ ১৭:৫৬:০৭
‘যারা সৎ ও যোগ্য, মানুষের কল্যাণে কাজ করবে, তাদেরকেই প্রার্থী হিসেবে মনোনয়ন দিবে কেন্দ্রীয় বিএনপি’

মাদারীপুর প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান বলেন, বিএনপি একটি বৃহৎ দল। এই দলের জন্য অসংখ্য নেতাকর্মী জীবন দিয়েছেন। বছরের পর বছর এলাকা ছাড়া ছিলেন। কেউ আবার কারা বরণ করেছেন। কেউ কেউ চাকুরি ছাড়া হয়েছেন। কিন্তু তারা কেউই এই দলকে ছাড়েননি। দলকে ভালবেসে ১৭ বছর অত্যাচার-নির্যাতন সহ্য করেছেন। ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন, পৌরসভা, থানা, জেলা সবখানেই বিএনপির অসংখ্য নেতাকর্মী আছেন। এসব নেতাকর্মী আগামী জাতীয় নির্বাচনে প্রার্থী হিসেবে অংশ নেয়ার দাবিদার। কিন্তু তাদের মধ্যে যারা সৎ ও যোগ্য, যারা মানুষের কল্যাণে কাজ করবেন, তাদেরকেই প্রার্থী হিসেবে মনোনয়ন দিবেন কেন্দ্রীয় বিএনপি।

শনিবার (২১ জুন) দুপুরে মাদারীপুরের চরমুগরিয়া এলাকার কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনে নয়, প্রয়োজন হলে ৩ হাজার আসনেও প্রার্থী দিতে প্রস্তুত আছে বিএনপি। এতে বিন্দু পরিমাণ বিএনপির কষ্ট হবে না।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির, মাদারীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সোহরাব হোসেন হাওলাদার, মাদারীপুর জেলা কৃষক দলের সদস্য সচিব অহিদুজ্জামান অহিদ খান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মুনমুুন আক্তার প্রমুখ।

(এএসএ/এএস/জুন ২১, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test