E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বিশ্বাস বিল্ডার্সের পরিচালক নূরে আলম বিশ্বাসের সাথে ইসলামী আন্দোলনে বাংলাদেশ’র নেতাদের মতবিনিময়

২০২৫ জুন ২১ ১৮:৩৫:৪৪
বিশ্বাস বিল্ডার্সের পরিচালক নূরে আলম বিশ্বাসের সাথে ইসলামী আন্দোলনে বাংলাদেশ’র নেতাদের মতবিনিময়

ঝিনাইদহ প্রতিনিধি : বিশ্বাস বিল্ডার্স লিমিটেডের পরিচালক নূরে আলম বিশ্বাসের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র ঝিনাইদহ শাখার নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ছে। শনিবার দুপরে ঝিনাইদহ শহরের মডার্ন মোড়ে মোল্লাবাড়ি ভবনের ২য় তলায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বিশ্বাস বিল্ডার্স লিমিটেডের পরিচালক নূরে আলম বিশ্বাস ইসলামী আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে আগামীতে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে বিজয়ী করার জন্য ইসলামী আন্দোলনকে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। তিনি বলেন,ইসলাম ছাড়া দেশের শান্তি ও জনগণের মুক্তি সম্ভব নয়। দারিদ্র্যমুক্ত রাষ্ট্র গঠনে আগামীতে ইসলামী আন্দোলনকে বিজয়ী করতে হবে।

এ সময় তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণ করেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব মুফতী মোস্তফা কামাল। আরো উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ’র কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক প্রভাষক মুফতী আহমদ আব্দুল জলিল, ইসলামী আন্দোলনের ঝিনাইদহ জেলা সভাপতি ডাঃ এইচ এম মোমতাজুল করীম, সেক্রেটারি প্রভাষক মাওলানা শিহাব উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মুফতী মুহাম্মাদ রাসেল উদ্দীন, মুজাহিদ কমিটির জেলা ছদর মুফতী নাজির আহমদ, জাতীয় শিক্ষক ফোরামের জেলা সভাপতি মাওলানা শহীদুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি মাওলানা মিরাজ হুসাইন, উলামা মাশায়েখ আইম্মা পরিষদের জেলা সাধারণ সম্পাদক মুফতী উসমান গনি, ইসলামী যুব আন্দোলনের জেলা সহ-সভাপতি মাওলানা নাজমুল হক, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি এইচ এম নাঈম মাহমুদসহ ইসলামী আন্দোলন এবং বিভিন্ন সহযোগী সংগঠনের জেলা ও উপজেলা নেতৃবৃন্দসহ অন্যান্যরা।

(এসই/এএস/জুন ২১, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test