E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে ফরিদপুরে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

২০২৫ জুন ২১ ১৮:৩৯:৩০
খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে ফরিদপুরে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

দিলীপ চন্দ, ফরিদপুর : নিরাপদ খাদ্য বিষয়ে বিভিন্ন পেশাজীবী মানুষকে সচেতন করার প্রচেষ্টায় ২১ জুন শনিবার সকাল ১০ টায় ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প কর্তৃপক্ষের আয়োজনে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ কামরুল হাসান মোল্লা, জেলা প্রশাসক, ফরিদপুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ মোস্তাফিজুর রহমান, সদস্য সচিব, কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আ.না.ম. নাজিম উদ্দিন, সদস্য (যুগ্ম সচিব), বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও প্রকল্প পরিচালক, ডা. মোঃ মাহমুদুল হাসান, সিভিল সার্জন, ফরিদপুর , সাংবাদিক সহ ফরিদপুর জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা প্রশাসক, ফরিদপুর।

জনসচেতনতামূলক কর্মশালায় খাদ্য নিরাপত্তা ও খাদ্য নিরাপত্তা বিষয়ে বিভিন্ন ধরনের সমস্যা, রোগ জীবাণুর সংক্রমণ, ভেজাল মিশ্রিত হওয়ার সম্ভাবনা, রাসায়নিক ব্যবহার, সহজলভ্য রঙের অপব্যবহারসহ নানান বিষয়ে সচেতনতা বিষয়ক তথ্য উপস্থাপন করা হয়। পাশাপাশি ভেজাল খাবার পরিবেশন এর দায়ে আইনের প্রয়োগ বিষয়ে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।

(ডিসি/এএস/জুন ২১, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test