E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

যশোরে টেবিল টেনিসের হারানো ঐতিহ্য ফেরাতে ব্যতিক্রমী উদ্যোগ

২০২৫ জুন ২২ ০০:২৪:৪৯
যশোরে টেবিল টেনিসের হারানো ঐতিহ্য ফেরাতে ব্যতিক্রমী উদ্যোগ

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : প্রশিক্ষণ, পৃষ্ঠপোষকতা এবং প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রীর সংকটে যশোর জেলায় টেবিল টেনিস খেলা হারাতে বসেছিলো। টেবিল টেনিসের হারানো সেই ঐতিহ্য পুনরুদ্ধারে নানাবিধ কর্মসূচি হাতে নিয়েছে জেলা প্রশাসন। এরই অংশ হিসেবে দিনব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষণ কর্মশালা ও ‘নতুন প্রতিভার অন্বেষণে’ শীর্ষক এক ট্যালেন্ট হান্ট প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে শহরের নাজির শংকরপুর সরকারি শিশু পরিবারে টেবিল টেনিস প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক সাইদুর রহমান খান। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর চেয়ারম্যান ও টেবিল টেনিস চেয়ারপারসন আবু মমতাজ সাদ উদ্দিন আহমদ।

যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলামের সভাপতিত্বে এই আয়োজনে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার রওনক জাহান এবং বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সহ-সভাপতি তাহমিনা তারমিন বিনু, নির্বাহী ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার, সমাজ সেবা অধিদপ্তর যশোরের উপপরিচালক অসিত কুমার, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, সমাজ সেবা অধিদপ্তর যশোর জেলার উপর ভরসা করেই যশোরের প্রথম টেবিল টেনিস প্রশিক্ষণের আয়োজন করেছে। যশোর জেলা বরাবরই খেলাধুলায় ভালো করে। কেশবপুরের প্রত্যন্ত অঞ্চলের একটা শিক্ষা প্রতিষ্ঠানের মেয়েরা প্রতিবছর জাতীয় পর্যায়ে অংশ গ্রহণ করে। এবছরও সাইকেলিং ও হকিতে তারা অসাধারণ প্রতিভার দেখিয়েছে। আমরা আশা করি আমাদের ছেলে মেয়েরা জাতীয় পর্যায়ে তাদের প্রতিভার স্বাক্ষর দেখাতে সক্ষম হবে।

প্রধান অতিথির বক্তব্যে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক সাইদুর রহমান খান বলেন, আজ বাচ্চাদের জন্য আরও একটি ঈদের দিনের মত। তারা এখানে টেবিল টেনিস খেলা করতে পারবেন। যশোরে প্রথম এমন উদ্যোগ হাতে নিয়েছে সমাজসেবা অধিদপ্তর। আমরা আশা করি যশোর থেকে অতীতের মত দেশসেরা খেলোয়ার তৈরি হবে। এই ব্যতিক্রমী উদ্যোগের ফলে যশোরের টেবিল টেনিস আবারও তার হারানো ঐতিহ্য ফিরে পাবে। সমাজ সেবা অধিদপ্তর সব সময় সমাজের সম্ভাবনাময়, মেধাবী সন্তানদের পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এই আয়োজনের শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অতিথিরা সরকারি শিশু পরিবারের ছেলে মেয়েদের পরিবেশনায় অনুষ্টিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

(এসএমএ/এএস/জুন ২২, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test