E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মহম্মদপুরে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত 

২০২৫ জুন ২২ ০০:৩৮:৩৩
মহম্মদপুরে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত 

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদের হল রুমে বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের আয়োজনে, "জালনোট প্রচলন প্রতিরোধো জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ" অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার সকালে উপজেলার সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অংশ গ্রহণে সোনালী ব্যাংক মহম্মদপুর শাখার সার্বিক সহযোগিতায় "জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক এ ওয়ার্কশপ সম্পন্ন হয়েছে।দেশের প্রচলিত বৈধ নোট বা মুদ্রার আদলে অবিকল নোট বা মুদ্রা তৈরি করে দেশের কেন্দ্রীয় ব্যাংক বা আর্থিক কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া বাজারজাতকৃত নোটই হচ্ছে জাল বা নকল। একশত, পাঁচশত ও এক হাজার টাকার নোট বেশি হয়ে থাকে।

টাকা তৈরীর কাগজ বিদেশ থেকে আনা হয়।যা ১০০% কটন ফাইবার।হাতের ভাষায় ঘোষঘষে মনে হয়। নোটের ভিতরে সুতা তুলা যায় না এবং কালার পরিবর্তন হয়।কিন্তু জাল নোটের বিপরিত,সুতা তুলা যায়,রং পরিবর্তন হয় না। সোনালী ব্যাংক মহম্মদপুর শাখার ম্যানেজার মোঃ আবুল কালামের সভাপতিত্বে ওয়ার্কশপে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের অতিরিক্ত পরিচালক মোঃ মনজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের যুগ্ম-পরিচালক মোঃ মিজানুর রহমান,সোনালী ব্যাংক ঝিনাইদহের প্রিন্সিপাল অফিসের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোঃ ওয়াহিদুজ্জামানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

(বিএসআর/এএস/জুন ২২, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test