E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ 

২০২৫ জুন ২২ ১৭:৩৫:৫৭
গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ 

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় বাসের হেলপার সহ ৩ জন নিহত হয়েছে। রবিবার সকাল ১১ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার টুকুবাজার ও শনিবার দিবাগত রাত  ১২ টা ১০ মিনিটের দিকে ওই মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে এ সড়ক দুর্ঘটনা  ঘটে।

নিহতরা হলেন, কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি গ্রামের মৃত মঈনউদ্দিন খাঁ’র ছেলে সরোয়ার খাঁ (৯০), মুকসুদপুর উপজেলার কৃষ্ণাদিয়া গ্রামের মৃত মানিক কুমার পালের ছেলে বিপুল কুমার পাল(৫২) ও খুলনার দৌলতপুর থানার পাবলা গ্রামের রাজা শেখের ছেলে সোহাগ পরিবহনের হেলপার শাওন শেখ (১৮)।

টুকু বাজারে সড়ক দুর্ঘটানর প্রতিবাদে ও বিচারের দাবিতে স্থানীয়রা ৩০ মিনিট সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ বিচারের আশ্বাস দিলে স্থানীয়রা সড়ক অবরোধ প্রত্যাহার করে নেন।

গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে থানার এসআই মো: রোমান মোল্রা জানান, আজ রবিবার সরোয়ার খাঁ নামের ওই বৃদ্ধ কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামের আত্মীয় বাড়িতে বেড়ানো শেষে নিজের বাড়ি একই উপজেলার ওড়াকান্দি গ্রামে যাচ্ছিলেন । ঘটনাস্থলে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী বাস তাকে চাপা দেয়। এতে তিনি মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। সেখানে তার অবস্থার অবিনতি হলে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

হাইওয়ে থানা পুলিশের ওই কর্মকর্তা আরো জানান, ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে রাত ১২ টা ১০ মিনিটের দিকে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা একটি নসিমনকে ঢাকা গামী একটি কার্ভাড ভ্যান পিছন থেকে ধাক্কা দেয়।এতে নসিমনের যাত্রী বিপুল কুমার পাল (৫২) ঘটনা স্থলে মারা যান । খবর পেয়ে হাইওয়ে পুলিশ রেকার দিয়ে কার্ভাড ভ্যান সরিয়ে উদ্ধার কাজ চালাচ্ছিল । রাস্তা বন্ধ থাকায় সেখানে একটি পিকআপ ভ্যান দাড়িয়ে ছিল । সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকা গামী সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস সাজোরে দাড়িয়ে থাকা ওই পিকআপ ভ্যানে ধাক্কা দেয়। বাসটির সামনের অংশ দূমড়ে মুচড়ে যায়। এতে বাসের হেলপার শাওন শেখ ঘটনাস্থলে নিহত হয়

হাইওয়ে পুলিশের ওই কর্মকর্তা বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই নিহত ৩ জনের মরদেহ রবিবার দুপুরে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত যানগুলো জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।

(টিবি/এএস/জুন ২২, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test