E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পঞ্চগড়ে সার্বজনীন পেনশন মেলা ও কর্মশালা অনুষ্ঠিত 

২০২৫ জুন ২২ ১৭:৪৭:৪৩
পঞ্চগড়ে সার্বজনীন পেনশন মেলা ও কর্মশালা অনুষ্ঠিত 

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : জীবন সায়হৃের সামাজিক নিরাপত্তা বলয়ে দেশের সব নাগরিককে সম্পৃক্ততায় সরকারের চালুকৃত 'সর্বজনীন পেনশন স্কীম' গতিশীল এবং সকলস্তরের জনমানুষকে স্কীমের আওতায় আনার লক্ষ্য পঞ্চগড়ে অনুষ্ঠিত হলো কর্মশালা ও সার্বজনীন পেনশনমেলা। জাতীয় পেনশন কর্তৃপক্ষ আয়োজিত জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালার সভাপতিত্ব করেন পঞ্চগড় জেলা প্রশাসক মোঃসাবেত আলী।

২২ জুন রবিবার বেলা ১১টায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের যুগ্মসচিব সচিব আ ফ ম ফজলে রাব্বী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পঞ্চগড় জেলার অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)সুমন চন্দ্র দাস, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের উপ-সচিব সিরাজুম মুনিরা।

তিনি তাঁর প্রবন্ধে সর্বজনীন পেনশন স্কিমের বিভিন্ন দিক তুলে ধরেন এবং প্রবন্ধের উপর অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের ব্যাখ্যা বিশ্লেষণসহ যৌক্তিক উত্তর প্রদান করেন।কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা জামায়াতের আমির অধ্যাপক ইকবাল হোসাইন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ফজলে রাব্বী প্রমুখ। ব্যাংক-বীমা, এনজিও, সরকারি প্রতিষ্ঠান, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (বিকাশ ও নগদ), ইউনিয়ন ডিজিটাল সেন্টারে কর্মরত সদস্য ,সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন জনসম্পৃক্ত প্রায় ৩'শ অংশীজন এই কর্মশালা এবং পেনশনমেলায় স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ করেন।সর্বজনীন পেনশন স্কিমের আওতায় চলমান চারটি স্কিম যথাক্রমে 'প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা'র বিভিন্ন সুবিধাগুলো অত্যন্ত জনবান্ধব এবং জীবন সায়হৃের শক্তিশালী নিরাপত্তা বলয় বলে আলোচনা এবং প্রশ্ন উত্তর পর্বে স্পষ্ট হয়েছে।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, এ আয়োজন গ্রাহক অন্তর্ভুক্তি বাড়াতে অবদান রাখবে বলে আশা করা যাচ্ছে‌। মাঠ পর্যায়ে সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে। এর আগে অডিটোরিয়াম চত্বরে বেলুন উড়িয়ে পেনশন মেলার উদ্বোধন করেন অতিথিরা।

(এআর/এএস/জুন ২২, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test