E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পুলিশের চোখে আঙুল দিয়ে ভুল ধরিয়ে দিয়েছে’

২০২৫ জুন ২২ ১৯:২৬:৩৩
‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পুলিশের চোখে আঙুল দিয়ে ভুল ধরিয়ে দিয়েছে’

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল : আগামীর জাতীয় নির্বাচন পুলিশ বাহিনীর জন্য কলঙ্ক মোছার নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন অতিরিক্ত আইজিপি আবু নাসের মোহাম্মদ খালেদ। রবিবার (২২ জুন) সকালে টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের প্যারেড মাঠে ৫৫তম টিআরসির সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

অতিরিক্ত আইজিপি আবু নাসের মোহাম্মদ খালেদ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পুলিশের চোখে আঙুল দিয়ে ভুল ধরিয়ে দিয়েছে। ৫ আগস্টের পর কয়েক দিন কর্মবিরতি দিয়েছিল পুলিশ। আমরা দায়িত্ব নেওয়ার পর নতুনভাবে পুলিশ বাহিনী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আগামীতে জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামীর জাতীয় নির্বাচন হবে পুলিশ বাহিনীর কলঙ্ক মোছার নির্বাচন।

নতুন পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, পুলিশ নিয়ে সাধারণত মানুষের যে ভুল ধারণা রয়েছে, তা ভালো কাজের মাধ্যমে দূর করতে হবে। আগের যে কোনো সময়ের থেকে বর্তমান পুলিশ বাহিনীকে আরও যুগোপযোগী করে গড়ে তোলা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট ডিআইজি আশরাফুল আলম, ডেপুটি কমাড্যান্ট এ এইচ এম কামরুজ্জামান ও টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান প্রমুখ।

(এসএএম/এএস/জুন ২২, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test