E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দস্যুতা মামলার আসামী রাসেল র‌্যাব-১০ এর অভিযানে গ্রেফতার

২০২৫ জুন ২৩ ১৪:৩৫:০৯
দস্যুতা মামলার আসামী রাসেল র‌্যাব-১০ এর অভিযানে গ্রেফতার

দিলীপ চন্দ, ফরিদপুর : রাজবাড়ীতে ভয়াবহ দস্যুতার ঘটনায় জড়িত একজন আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম মো: রাসেল তফেদার (২৭)। তিনি রাজবাড়ী সদর উপজেলার আগমাড়াই এলাকার বাসিন্দা।

র‌্যাব-১০ এর পক্ষ থেকে পাঠানো এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ০৯ এপ্রিল ২০২৫ তারিখ রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে রাজবাড়ী সদর থানাধীন আগমাড়াই দাদশী রেলগেট এলাকায় এক ভয়াবহ দস্যুতা সংঘটিত হয়। ভিকটিম মো: সোহেল রানা (৩৫), যিনি একজন বিকাশ ব্যবসায়ী, দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে মুখোশ পরিহিত তিনজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্রের মুখে তার পথরোধ করে।

দুর্বৃত্তরা প্রাণনাশের হুমকি দিয়ে তার সাথে থাকা ৩,০০,০০০ (তিন লক্ষ) টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয় এবং মারধর করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় ভিকটিম রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি ছিল: মামলা নং-২০, তারিখ-১১/০৪/২০২৫, ধারা- ৩৯৪ দণ্ডবিধি, ১৮৬০।

পরে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামীদের গ্রেফতারে র‌্যাব-১০ এর সহযোগিতা চেয়ে অধিনায়কের নিকট আবেদন করেন।

র‌্যাব-১০ এর একটি বিশেষ আভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তায় গোয়েন্দা নজরদারি চালিয়ে গতকাল ২২ জুন ২০২৫, বিকাল ৫টা ১০ মিনিটে রাজবাড়ী সদর থানাধীন দাদশি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক আসামী রাসেল তফেদারকে গ্রেফতার করে।

পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

(ডিসি/এএস/জুন ২৩, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test