E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সদরপুরে ভূমি উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ

২০২৫ জুন ২৩ ১৬:১৪:৪৫
সদরপুরে ভূমি উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরের সদরপুর উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের ভূমি উন্নয়ন কর্মকর্তা সুজিৎ ভক্তের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য, অসদাচরণ এবং সেবাগ্রহীতাদের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, ঘুষ না দিলে তিনি নামজারি ও কর সংশ্লিষ্ট আবেদন বাতিল করে হয়রানি করেন।

চর বিষ্ণুপুর ইউনিয়নের জাকেরের ডাঙ্গী গ্রামের বাসিন্দা আজগর চোকদার এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন ফরিদপুর জেলা প্রশাসকের বরাবর। অভিযোগে তিনি উল্লেখ করেন, ডাঙ্গী মৌজার ১৯৭৫ নং খতিয়ানের জমির কর অনলাইনে দাখিল করতে গিয়ে তিনি ইউনিয়ন ভূমি অফিসে যান। সেসময় কর্মকর্তা সুজিৎ ভক্ত ১৮ হাজার টাকা দাবি করেন। আজগর চোকদার অস্বীকৃতি জানালে পরে ১২ হাজার, এবং শেষে ১০ হাজার টাকায় ‘সমঝোতা’ হয় বলে অভিযোগ।

অভিযোগে আরও বলা হয়, সুজিৎ ভক্ত তাকে একটি রশিদ দেন যেখানে মাত্র ৩৩৮৯ টাকা অনলাইনে জমা দেখানো হয়। অতিরিক্ত নেওয়া টাকার বিষয়ে প্রশ্ন করলে তিনি খারাপ আচরণ করেন এবং রশিদ বাতিলের হুমকি দেন।

আজগর চোকদার অভিযোগ করে বলেন, “সরকার যে বেতন দেয় তা দিয়ে সংসার চলে না—এই বলে তিনি খোলামেলা ঘুষ চান। টাকা না দিলে কোনো কাজ করেন না। এমনকি আমি নিজের অভিজ্ঞতার পাশাপাশি আরও অনেকের হয়রানির খবর জানি। আমি চাই, তার বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হোক।”

অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত ইউনিয়ন ভূমি উন্নয়ন কর্মকর্তা সুজিৎ ভক্ত বলেন, “আজগর চোকদার নিজেই অনলাইনে আবেদন করেছেন এবং ভূমি কর পরিশোধ করেছেন। আমি কোনো ঘুষ নেইনি, তার অভিযোগ সঠিক নয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি যাচাই করছে।”

এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রামানন্দ পাল বলেন, “ভূমি উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। আমি বর্তমানে ঢাকায় ট্রেনিংয়ে রয়েছি। অফিসে ফিরে কাগজপত্র দেখে বিস্তারিত বলতে পারবো।”

(ডিসি/এএস/জুন ২৩, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test