E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঈশ্বরদীর দাশুড়িয়া কলেজে পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

২০২৫ জুন ২৩ ১৭:১৮:৪৬
ঈশ্বরদীর দাশুড়িয়া কলেজে পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

ঈশ্বরদী প্রতিনিধি : ঈশ্বরদীর দাশুড়িয়া ডিগ্রী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়, প্রবেশপত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ জুন) কলেজ মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন গভর্নিং বডির সদস্য আব্দুস সামাদ সুলভ মালিথা, শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক মোফাজ্জল হোসেন ও দাশুড়িয় ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক নাজমুল হাসান মুকুল।

প্রধান অতিথির বক্তব্যে হাবিবুর রহমান হাবিব বলেন, আগে মেধা ছিল আল্লাহ প্রদত্ত। বর্তমানে টাকা দিয়ে মেধা তৈরি হচ্ছে। গ্রামের ছেলে-মেয়েরা এসএসসি এবং এইচএসসিতে ভালো রেজাল্ট করে দেশের বিভিন্ন নামিদামি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেত।। বর্তমানে সেটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কারণ শহরের একজন শিক্ষার্থীর পেছনে তার অভিভাবকেরা প্রতিমাসে ৫০-৭০ হাজার টাকা ব্যয় করেন। সেদিক থেকে গ্রামের মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের অভিভাবক, হতদরিদ্র অভিভাবকরা অনেকটা পিছিয়ে।

তিনি আরও বলেন, এই কলেজ থেকে আগামী এইচএসসি পরীায় যে সকল শিক্ষার্থী গোল্ডেন জিপিএ পাবে তাদের প্রত্যেককে আমার ব্যক্তিগত তহবিল থেকে একটি করে ল্যাপটপ পুরুস্কার দিব। অনেক শিক্ষার্থী এইচএসসি পরীায় অংশ নিতে পারেন না। অনেকেই ঝড়ে পড়েছে। যারা এই পরীক্ষাতে ভালো ফলাফল করবে তারাই দেশের বিভিন্ন সুনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির সুযোগ পবে। তাই পরীক্ষার হলে প্রবেশের আগে প্রত্যেককে ভালোভাবে পড়াশোনা করে উপস্থিত হতে হবে।

এসময় আরও বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক আফজাল হোসেন, বিদায়ী শিক্ষার্থী আখি খাতুন, মাইশা মালিহা প্রমূখ। দোয়া পরিচালনা করেন কলেজ শিক্ষক এনামুল হক। শেষে বিদায়ী শিক্ষার্থীদের হাতে প্রবেশপত্র তুলে দেয় হয়।

(এসকেকে/এসপি/জুন ২৩, ২০২৫)

পাঠকের মতামত:

০১ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test