E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রাজবাড়ীতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

২০২৫ জুন ২৩ ১৭:৫৭:০৩
রাজবাড়ীতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা মামলায় মোঃ রমজান আলী (৬০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নেরকামালদিয়াকান্দি গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে ও দাদশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

সোমবার (২৩ জুন) সকাল সাড়ে ৬ টার সময় রাজবাড়ী সদর থানার কামালদিয়াকান্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

রাজবাড়ী সদর থানা সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট দুপুর সাড়ে ১২ টার সময় এজাহারনামীয় অন্যান্য আসামীগণ ও অজ্ঞাতনামা ১০০-১৫০ জন রাজবাড়ী সদর থানার গোয়ালন্দ মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সাধারন জনগণের উপর দেশীয় অস্ত্র দ্বারা আক্রমন করে। তাদের উপর আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে গুলি ছুড়িতে থাকে। মারপিটে ও ছোড়া গুলিতে আন্দোলনে থাকা জুবাইদা ইসলাম সোহানা, তুষার পাটোয়ারী, সান সরদার, ত্রিয়াশা, আয়েশা, সিনথিয়া, আসমা খাতুন, তাওহিদ রাব্বি, মুন্না, বিল্লাল হোসাইন সহ আরো অনেকে গুলিবিদ্ধ ও আহত হয়।

পরে এ বিষয়ে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর (বেপারীপাড়া) গ্রামের মোঃ তারেখ খানের ছেলে মোঃ জিসান হোসাইন খান বাদী হয়ে এজাহারনামীয় ১৪ জন আসামী ও অজ্ঞাতনামা ১০০-১৫০ জনের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে রাজবাড়ী সদর থানায় গত ২ সেপ্টেম্বর মামলা রুজু হয়।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুর রহমান বলেন, থানার এসআই এনায়েত শিকদার সঙ্গীয় ফোর্স সহ সোমবার সকাল সাড়ে ৬ টার সময় অভিযান পরিচালনা করে। অভিযানে রাজবাড়ী সদর থানার কামালদিয়াকান্দি এলাকা থেকে মামলার ঘটনার সহিত জড়িত তদন্তে প্রাপ্ত আসামী দাদশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ রমজান আলীকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীকে দুপুরে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।

(একে/এএস/জুন ২৩, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test