E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘পড়ালেখার পাশাপাশি কাব ও স্কাউট প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে একজন শিশু সুনাগরিক হিসেবে গড়ে ওঠে’ 

২০২৫ জুন ২৩ ১৮:০৯:৪৮
‘পড়ালেখার পাশাপাশি কাব ও স্কাউট প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে একজন শিশু সুনাগরিক হিসেবে গড়ে ওঠে’ 

রূপক মুখার্জি, নড়াইল : শিশুদেরকে শিক্ষা ও খেলাধুলার মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য পড়ালেখার পাশাপাশি কাব ও স্কাউট সদস্য হিসেবে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। এসব শিক্ষা অর্জনের মধ্য দিয়ে একজন নাগরিক সুনাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। 

নড়াইল জেলা স্কাউটসের তত্ত্বাবধানে সোমবার (২৩ জুন) সকালে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়াম কাব কার্নিভাল-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে নড়াইল জেলা স্কাউটের সভাপতি ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান উপরোক্ত কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জোবায়ের আহমেদ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) আহসান মাহমুদ রাসেল, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো : আবু রিয়াদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম ও জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক এস. এম. হায়াতুজ্জামান, জেলা কাব লিডার কাজী কামরুল হুদাসহ প্রমূখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি আরও বলেন, ' প্রত্যেক শিশুকেই মানবিক হিসেবে গড়ে তুলতে হবে। জ্ঞান অর্জনের পাশাপাশি সহশিক্ষারও প্রয়োজন রয়েছে। মূল পড়াশোনার পাশাপাশি সহশিক্ষারও গুরুত্ব কম নয়। এ জন্য শিশু শিক্ষার্থীসহ তাদের অভিভাবকদের সচেতন ভাবে এগিয়ে আসতে হবে।

এ বছর লোহাগড়ায় কাব কার্নিভালে ৩০০ জন কাব স্কাউট অংশগ্রহণ করেন। নড়াইল সদর এবং কালিয়া উপজেলায়ও কাব কার্নিভাল-২৫ পালিত হয়েছে। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ কাব শিশু, ইউনিট লিডার ও উপজেলা স্কাউট কর্মকর্তাদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করেন।

উল্লেখ্য, বাংলাদেশ স্কাউটসের উদ্যোগে সারা দেশের প্রতিটি উপজেলায় আজ সোমবার সকাল ১০ টায় কাব কার্নিভালের শুভ উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডঃ মোঃ ইউনুস।

(আরএম/এএস/জুন ২৩, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test