E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মামার বাড়িতে বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্টে ভাগ্নের মৃত্যু

২০২৫ জুন ২৩ ১৮:৪৭:০৬
মামার বাড়িতে বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্টে ভাগ্নের মৃত্যু

চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহরে মামার বাড়িতে বেড়াতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসান আলী (১০) নামের এক শিশু মারা গেছে। আজ সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নের ধানকুনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

মৃত হাসান পার্শ্ববর্তী ভাঙ্গুড়া উপজেলার অষ্টমণিষা ইউনিয়নের বড় বিশাকোল গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

স্থানীয়রা জানান, হাসান ধানকুনিয়া গ্রামে মামা ইসলাম প্রামানিকের বাড়িতে ২-৩ দিন বেড়াতে আসে। হাসান মামার বাড়ির ছাদে খেলা করছিলো। খেলার ছলে বাড়ির ছাদের পাশ দিয়ে প্লাস্টিকে মোড়ানো বৈদ্যুতিক তার নাড়াচাড়া করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায়। এ ঘটনায় স্বজনসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সত্যতা নিশ্চিত করে থানার ওসি মঞ্জুরুল আলম বলেন, খুবই দুঃখজনক ঘটনা।

(এসএইচ/এসপি/জুন ২৩, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test