E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পাংশায় পাইপগানসহ যুবক গ্রেপ্তার

২০২৫ জুন ২৩ ১৮:৫৬:০৯
পাংশায় পাইপগানসহ যুবক গ্রেপ্তার

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশায় বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় পাইপগানসহ মহিদুল ইসলাম (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত মহিদুল উপজেলার বহলাডাঙ্গা বালিয়ারচরপাড়া এলাকার যতন আলী মন্ডলের ছেলে।

সোমবার (২৩ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন। এর আগে রবিবার (২২ জুন) দিবাগত রাত ৩টার দিকে পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেব্রত সরকারের তত্ত্বাবধানে, এসআই মো. ওবায়দুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মহিদুলকে গ্রেপ্তার করেন।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মহিদুল স্বীকার করে যে, তার হেফাজতে একটি অবৈধ অস্ত্র রয়েছে। পরে তার দেখানো মতে রাত সাড়ে ৩টার দিকে নিজ বাড়ির রান্নাঘরের জ্বালানির (গোবরের মুঠিয়া) স্তূপের নিচে লুকানো অবস্থায় একটি বাজারের প্লাস্টিকের ব্যাগে থাকা দেশীয় তৈরি সচল পাইপগানটি উদ্ধার করা হয়।

ওসি সালাউদ্দিন জানান, গ্রেপ্তারকৃত মহিদুল ইসলামের বিরুদ্ধে দেশের প্রচলিত অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি তিনি বলেন, মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ওসি সালাউদ্দিন জানান, গ্রেপ্তারকৃত মহিদুল ইসলামের বিরুদ্ধে দেশের প্রচলিত অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি তিনি বলেন, মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

(এস/এসপি/জুন ২৩, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test