E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কাপ্তাইয়ে কাব কার্ণিভাল অনুষ্ঠান উদ্বোধন

২০২৫ জুন ২৩ ১৯:১৮:০৭
কাপ্তাইয়ে কাব কার্ণিভাল অনুষ্ঠান উদ্বোধন

রিপন মারমা, রাঙ্গামাটি : বাংলাদেশ স্কাউটস প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় সারা বাংলাদেশে একসাথে ৫২৭টি উপজেলায় কাব শিশুদের মিলনমেলা কাব কার্ণিভাল অনুষ্ঠান ২০২৫ আজ সোমবার অনুষ্ঠিত হয়। এদিন সকাল সাড়ে ১১ টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হল হতে সারাদেশে ভার্চুয়ালি এই কাব কার্নিভালের শুভ উদ্ভোধন করেন মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ  ইউনূস।

তারই ধারাবাহিকতায় বাংলাদেশ স্কাউটস কাপ্তাই উপজেলা শাখার আয়োজনে সোমবার(২৩ জুন) সকালে কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কাব কার্ণিভাল ২০২৫ অনুষ্ঠিত হয়। এতে কাপ্তাই উপজেলার ৩০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ শত ৮০ জন কাব এবং ৩০ জন ইউনিট লিডার অংশ নেন। এতে ৬ টি স্টেশনে ভাগ হয়ে কাব শিশুরা অত্যন্ত আনন্দ মুখর পরিবেশে অংশ নিয়ে তাদের বিভিন্ন পারদর্শিতা যেমন তীর নিক্ষেপ, মাছ স্বীকার সহ বিভিন্ন পারদর্শিতা পরিবেশন করেন।

এছাড়া কাব কার্ণিভালে আকর্ষণীয় রুপে সজ্জিত হয়ে রাজার ভূমিকায় বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র দাশ এবং রাণীর ভূমিকায় রিফিউজি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সোমা বড়ুয়া কার্ণিভালে অংশ নেওয়া শিশুদের সাথে আনন্দ মাতোয়ারা হন।
এর আগে এদিন সকাল সাড়ে ১০ টায় জাতীয় ও স্কাউট পতাকা উত্তোলন এর মাধ্যমে কাপ্তাই উপজেলা পর্যায়ে এই কাব কার্ণিভালের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রুহুল আমিন।

এসময় তিনি বলেন, আজকের শিশুরা সু- নাগরিক হিসেবে গড়ে উঠবে, তাদের কোন অভাব অনটন থাকবেনা। উন্নত বাংলাদেশ এর জন্য সুস্থ সবল মেধাবী জাতি দরকার, তাই আজকের এই কার্ণিভালের মাধ্যমে শিশুরা আগামীর সুন্দর বাংলাদেশ বির্ণিমান করবে। শিশুরা তোমরা আগামীর ভবিষ্যৎ।
উদ্বোধনী অনুষ্ঠানে এসময় রাঙ্গামাটি

সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মানস মুকুল চাকমা, কাপ্তাই উপজেলা শিক্ষা অফিসার মো জাহাঙ্গীর আলম ও সহকারী শিক্ষা অফিসার আশীষ কুমার আচার্য্য, কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, স্কাউট কমিশনার এবং কাব কার্ণিভালের প্রোগাম চীফ মাহাবুব হাসান বাবু, রূপসী কাপ্তাইয়ের সম্পাদক সাংবাদিক কাজী মোশাররফ হোসেন, কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক এবিএস সিরাজ আহমেদ চৌধুরী সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কাব শিক্ষকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা স্কাউটস এর অর্থ সম্পাদক এবং কাব কার্ণিভালের প্রোগাম পরিচালক লিটন চন্দ্র দে, শিক্ষক রওশন শরীফ তানি এবং শিক্ষক হাবিবুর রহমান। পরে অতিথিরা ৬ টি স্টেশন পরিদর্শন করে শিশুদের বিভিন্ন পারদর্শিতা উপভোগ করেন।

এদিকে এই দিন বিকেলে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে কাবদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শেষে অংশগ্রহনকারীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

(আরএম/এসপি/জুন ২৩, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test