E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গাবুরা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জেলে কার্ডের চাল বিক্রির অভিযোগ  

২০২৫ জুন ২৩ ১৯:৩১:৪৮
গাবুরা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জেলে কার্ডের চাল বিক্রির অভিযোগ  

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে জেলে কার্ডধারীদের বরাদ্দকৃত চাল বিক্রির অভিযোগ উঠেছে।

অভিযোগে স্থানীয়রা বলেন সরকার প্রদত্ত সহায়তার চাল সুবিধাভোগীদের না দিয়ে গোপনে বিক্রি করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন তিনি ও তার ঘনিষ্ঠ মহল।

গাবুরা ইউনিয়নের কয়েকশ' জেলে প্রতিবছর সরকারের বিশেষ বরাদ্দের আওতায় খাদ্য সহায়তা হিসেবে চাল পেয়ে থাকেন। কিন্তু সাম্প্রতিক সময়ে দেখা গেছে, তালিকাভুক্ত অনেক জেলে নির্ধারিত চাল পাননি। খোঁজ নিয়ে জানা যায়, এসব চাল ইউপি চেয়ারম্যানের নির্দেশে আত্মসাৎ করে বিক্রি করা হয়েছে।

একাধিক ভুক্তভোগী নাম প্রকাশ না করার শর্তে জানান, “আমরা কার্ড পেলেও চাল পাচ্ছি না। চেয়ারম্যানের লোকজন বলে চাল শেষ হয়ে গেছে বা স্টকে নেই। অথচ বাজারে সেই চাল দেখা যাচ্ছে।”

স্থানীয় সমাজকর্মী ও সাংবাদিকরাও এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে জানতে চাইলে তিনি বলেন আমার কাছে এমন কোন অভিযোগ কেহ করেনি যে আমি চাল পাইনি এবং আমি চাল বিক্রি করিনাই।

শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বলেন, “বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। তদন্ত করে সত্যতা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, গাবুরা ইউনিয়ন উপকূলীয় এলাকা হওয়ায় এখানকার অধিকাংশ মানুষ মাছ ধরার ওপর নির্ভরশীল। সরকার তাদের সহায়তায় নিয়মিত খাদ্য সহায়তা দিয়ে থাকে, যা জেলে কার্ডধারী ওজেলেদের মধ্যে বিতরণ করা হয়।

(আরকে/এসপি/জুন ২৩, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test