E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

লালমনিরহাটে মহানবীকে কটুক্তির অভিযোগে বাবা ও ছেলেকে নির্যাতন করে পুলিশে সোপর্দ

২০২৫ জুন ২৪ ১৩:৪১:৫৩
লালমনিরহাটে মহানবীকে কটুক্তির অভিযোগে বাবা ও ছেলেকে নির্যাতন করে পুলিশে সোপর্দ

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : মহানবীকে  উদ্দেশ্য করে কটুক্তির অভিযোগে এক সেলুন মালিক ও তার ছেলেকে নির্যাতনের পর পুলিশে সোপর্দ করা হয়েছে। রবিবার দুপুর দুটোর দিকে লালমনিরহাট জেলা শহরের গোশলা বাজারের হানিফ পাগলার মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

আটককৃতরা হলেন, লালমনিরহাট জেলা শহরের পূর্র সাপটানা নবীনটারী গ্রামের খোকারাম শীলের ছেলে পরেশ চন্দ্র শীল(৬৯) ও তার ছেলে বিষ্ণুচন্দ্র শীল (৩৫)।

লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার কাশীরাম গ্রামের ছলিমউদ্দিনের ছেলে আব্দুল আজিজের অভিযোগ থেকে জানা যায়, তিনি পৌরসভার সাপাটানা(নামাটারী) গ্রামে থেকে নামাটারী আল হেরা জামে মসজিদে ইমামতী করেন। মসজিদের মুসল্লী নাজমুল রবিবার দুপুর দুটো ৫ মিনিটে শহরের ৭ নং ওয়ার্ডের হানিফ পাগলার মোড়ে পরেশ চন্দ্র শীলের সেলুনে গেলে মহানবীকে কটুক্তি করা হয়েছে মর্মে তাকে অবহিত করে। প্রতিবাদ করায় বাবা পরেশ চন্দ্র শীল ও ছেলে বিষ্ণুচন্দ্র শীল আরো ক্ষিপ্ত হয়ে কটুক্তি শুরু করে বলে তাকে জানায়। এ ছাড়া এক দেড় মাস আগে মুসল্লী সাজিদ হোসেনের সামনে ওই বাবা ও ছেলে মহানবীকে কটুক্তি করলে তখন তাদের কিছু হয়নি, এখন কি করবা বলে তাকে জানানো হয়। বিষয়টি জেনে তিনি স্থানীয় কয়েকজন মুসল্লি ও গ্রামবাসিকে ডেকে নিয়ে দুপুর সোয়া দুটোর দিকে ওই সেলুনে যান। তখন বাবা ও ছেলে ক্ষুব্ধ হয়ে আরো অবমামনাকর কথা বলে। এরপর তাদেরকে আটক করে পুলিশে দেওয়া হয়।

এদিকে আটককৃত বিষ্ণুচন্দ্র শীলের স্ত্রী দীপ্তি রানী রায় জানান, ননদকে নিয়ে শ^শুর ও স্বামীকে দেখতে সোমবার সকালে লালমনিরহাট জেলা কারাগারে যান তিনি। সেখানে স্বামী ও শ্বশুরের সাথে কথা বলে জানতে পারেন যে, নাজমুল নামে এক ১৯ বছরের যুবক তাদের দোকানে চুল কাটাতে আসেন। কাজ শেষে ১০ টাকা কম দিয়ে যেতে চাইলে তাদের সাথে বচসা হয়। একপর্যায়ে সে তাদের মজা দেখানোর হুমকি দিয়ে চলে যায়। কিছুক্ষণ পর ওই যুবকসহ কয়েকজন তাদের সেলুনে এসে মহানবীকে কটুক্তি করেছিস কেন জানতে চায়। উত্তর দেওয়ার আগেই শ্বশুরকে মারতে মারতে দোকান থেকে বের করে নিয়ে যায় তারা। বাবাকে রক্ষায় এগিয়ে গেলে বিষ্ণুচন্দ্রকে ও মারপিট করা হয়। পরে তাদেরকে পুলিশে দেওয়া হয়। মহানবীকে কটুক্তি সংক্রান্ত মিথ্যা খবর ছড়িয়ে তার শ্বশুর ও স্বামীকে নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে জেল খাটানোর প্রতিবাদ জানান দীপ্তি রানী রায়। অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির দাবি করেন তিনি।

লালমনিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নূরন্নবী জানান, মহানবীকে কটুক্তির অভিযোগে ঘটনায় নামটারী আল হেরা জামে মসজিদের ইমাম আব্দুল আজিজ বাদি হয়ে পরেশ চন্দ্র শীল ও তার ছেলে বিষ্ণুচন্দ্র শীল এর নাম উল্লেখ করে পেনাল কার্ডের ধারায় রবিবার বিকেলে থানায় একটি মামলা দায়ের করেছন। তাদেরকে রবিবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

(আরকে/এএস/জুন ২৪, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test