E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাতক্ষীরায় বিএনপি নেতার বাড়িতে চেতনা নাশক স্প্রে করে গ্রিল ভেঙে দুর্ধর্ষ চুরি 

২০২৫ জুন ২৪ ১৭:৪৭:০৪
সাতক্ষীরায় বিএনপি নেতার বাড়িতে চেতনা নাশক স্প্রে করে গ্রিল ভেঙে দুর্ধর্ষ চুরি 

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার সদর উপজেলার নুনগোলা গ্রামে বিএনপি নেতা এমএ হাসানের বাড়িতে সোমবার গভীর রাতে চেতনানশক  স্প্রে করে বসত বাড়ির সিঁড়ি ঘরের গ্রিল ভেঙে  স্বর্ণালংকার ও নগদ টাকা সহ প্রয়োজনীয় কাগজপত্র চুরির ঘটনা ঘটেছে।

এসময় চোর চক্রের সদস্যরা আলমারিতে থাকা নগদ দুই লাখ টাকা, ১৭ভরি স্বর্ণালঙ্কার ও প্রয়োজনীয় কাগজপত্র ,দলিল,চেক, চুরি করে নিয়ে যায়।

আবুল হাসানের স্ত্রী মর্জিনা খাতুন জানান , মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে ঘুম থেকে উঠে দেখেন ঘরের ভিতরে সব অগোছালো এবং তছনছ করা।

চোরেরা আলমারি ও শোকেজের তালা ভেঙে ড্রয়ার থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।

আবুল হাসানের ভাই আব্দুস সালাম জানান, তার ভাই আবুল হাসান ও ভাবী মর্জিনা খাতুন এখন অচেতন অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামিনুল হক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

(আরকে/এএস/জুন ২৪, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test