E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

২০২৫ জুন ২৪ ১৭:৫৯:৩৩
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার খোকসায় জমি নিয়ে বিরোধের জেরে মোহাম্মদ আলী (৭০) নামের এক ব্যাক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৪ জুন) সকালে চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত মোহাম্মদ আলী খোকসা উপজেলা সাতপাকিয় গ্রামের মৃত আকমত প্রমানিকের ছেলে।

নিহতের স্বজনদের বরাত দিয়ে খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশি সোনাই শেখ এর সাথে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে গতকাল সোমবার রাত সাড়ে ৯ টার দিকে সোনাই শেখ এর নেতৃত্বে কয়েকজন মিলে মোহাম্মদ আলীর বাড়ীতে হামলা করে এসময় তাকে পিটিয়ে এবং কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। খবর পেয়ে নিহতের স্বজনেরা এসে তাকে উদ্ধার করে প্রথমে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ আলীর
মৃত্যু হয়।

ওসি শেখ মঈনুল ইসলাম বলেন, নিহতের মহদেহের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এবিষয়ে দায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের সহ তাদের গ্রেপ্তারের জন্য কাজ করছে পুলিশ।

(এমএজে/এএস/জুন ২৪, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test