E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মহম্মদপুরে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি 

২০২৫ জুন ২৪ ১৮:১৩:৪২
মহম্মদপুরে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি 

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে মাগুরার মহম্মদপুরর অবস্থান কর্মসূচি পালন করেছেন।কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন (BHAA) মাগুরার মহম্মদপুর উপজেলা শাখার আয়োজনে এ অবস্থান কর্মসূচি সম্পন্ন হয়েছে। 

(২৪ জুন) মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ৬ দফা বাস্তবায়নের লক্ষ্যে এই অবস্থান কর্মসূচি পালন করেন উপজেলা স্বাস্থ্য সহকারীরা।

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন মহম্মদপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হাসান বলেন,দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবায় স্বাস্থ্য সহকারীদের অবদান অপরিসীম হলেও তাদের নিয়োগ,পদোন্নতি ও গ্রেড নির্ধারণে দীর্ঘদিন ধরে চরম বৈষম্যের শিকার হতে হচ্ছে।

এসব বৈষম্য দূরীকরণের লক্ষ্যে ৬ দফা দাবি নিয়ে মাঠে নেমেছেন স্বাস্থ্য সহকারীরা। দাবি সমূহ-

১.নির্বাহী আদেশে নিয়োগ বিধি সংশোধন শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান করে ১৪-তম গ্রেড প্রদান।

২.ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদাসহ বেতন স্কেল ১১-তম গ্রেডে উত্তীর্ণকরণ।

৩.পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিক ভাবে পরবর্তী উচ্চতর গ্রেড নিশ্চিতকরণ।

৪.পূর্বের নিয়োগবিধি অনুযায়ী নিয়োগ পেলেও কর্মরত স্বাস্থ্য সহকারি সকল স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের অভিজ্ঞতার আলোকে স্নাতক পাস স্কেলে আত্মীকরণ করতে হবে,

৫. বেতন স্কেলে উন্নীতকরণের পূর্বে স্বাস্থ্য সহকারী স্বাস্থ্য পরিদর্শক,স্বাস্থ্য পরিদর্শকগন যত সংখ্যক টাইম স্কেল অথবা উচ্চতর গ্রেড প্রাপ্ত বা প্রাপ্য হয়েছেন তা পরবর্তী পূন:নির্ধারিত বেতন স্কেলের সাথে যোগ করতে হবে।

৬.পূর্বের ইন সার্ভিস ডিপ্লোমা এসআইটি কোর্স সম্পূর্ণ কারী স্বাস্থ্য সহকারী,সহকারী স্বাস্থ্য পরিদর্শক,স্বাস্থ্য পরিদর্শকদেরকে ডিপ্লোমাধারী সম্পন্ন হিসেবে গণ্য করে সরাসরি ১১-তম গ্রেড দিতে হবে।

তিনি আরও জানান, বৈষম্য দূরীকরণসহ সরকার যদি এই যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নে পদক্ষেপ না নেয়,তবে আগামী মাসে জেলা সিভিল সার্জন অফিসের সামনে অবস্থান কর্মসূচি করা হবে।ভবিষ্যতে আমাদের দাবি মেনে না নিলে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে স্বাস্থ্য সহকারীরা।

(বিএসআর/এএস/জুন ২৪, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test