E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মসজিদের ৩৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, এলাকায় তোলপাড় 

২০২৫ জুন ২৪ ১৮:২৬:৫৬
মসজিদের ৩৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, এলাকায় তোলপাড় 

সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : টাঙ্গাইলের ভূঞাপুর কেন্দ্রীয় জামে মসজিদের ৩৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মনোয়ার ইসলাম মনোর বিরুদ্ধে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভূঞাপুর থানায় মৌখিক অভিযোগ করেছে মসজিদ কমিটি। মসজিদের টাকা আত্মসাতের ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

জানা যায়, প্রায় ৪ বছর আগে ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদকে সভাপতি এবং ফলদা শেহাব উদ্দিন কলেজের সহকারী অধ্যাপক (অব.) মনোয়ার ইসলাম মনোকে সাধারণ সম্পাদক করে কমিটি করা হয়।

গত ৫ আগস্ট সরকার পতনের পর মসজিদের সভাপতি মাসুদুল হক মাসুদ আত্মগোপনে চলে গেলে কমিটির সহ-সভাপতি নুরুজ্জামান চকদারকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়।

এরপর কমিটি মসজিদের আয়-ব্যয়ের হিসাবের জন্য সম্পাদক মনোকে একাধিকার মিটিং আহ্বান করার কথা বললেও তিনি মিটিং ডাকতে গড়িমসি করেন।
পরে কমিটির সদস্যদের চাপে মিটিং ডাকতে বাধ্য হন। কমিটি ৩৪ লাখ টাকার হিসাবে গড়মিল পায় এবং মসজিদের ব্যাংক হিসাবেও টাকা দেখতে পায়নি। অর্থ আত্মসাতের বিষয়ে ইউএনও এবং থানায় মোখিকভাবে অভিযোগ দেয় কমিটি।
এ বিষয়ে সম্পাদক মনোয়ার ইসলাম মনো জানান, ‘সভাপতি আত্মগোপনে থাকায় আমার ওপর দায় চাপানো হচ্ছে। তারপরেও অডিট কমিটি যে সিদ্ধান্ত দেবে সেটা আমি মেনে নেব।’
ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম জানান, টাকার বিষয়ে মোখিক অভিযোগ করেছে কমিটি। পরে দু’পক্ষকে ডেকে আনা হলে তারা বসে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন।
ভারপ্রাপ্ত সভাপতি নুরুজ্জামান চকদার বলেন, সম্পাদক মনোয়ার ইসলাম মনো ভুয়া-বিল ভাউচার ও নয়ছয় করে মসজিদের টাকা আত্মসাত করেছে, কোনো হিসাব দেননি। এ বিষয়ে নতুন করে পাঁচ সদস্যের অডিট কমিটি করা হয়েছে। অডিটে ৩৪ লাখ টাকার বেশি গড়মিলের সত্যতা পাওয়া যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু আবদুল্লাহ খান বলেন- বিষয়টি শুনেছি, লিখিত অভিযোগ পাইনি।
(এসএএম/এএস/জুন ২৪, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test