E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জামালপুরে মিথ্যা মামলায় খালাস সাংবাদিক পরিবার

২০২৫ জুন ২৪ ১৮:৫৩:৫৩
জামালপুরে মিথ্যা মামলায় খালাস সাংবাদিক পরিবার

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের সরিষাবাড়িতে কবি ও সাংবাদিক প্রদীপ চন্দ্র মম'র পরিবারের নামে দায়ের করা এক মিথ্যা মামলায় খালাস দিয়েছেন জামালপুরের চীফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. জসিম উদ্দিন।

মঙ্গলবার (২৪ জুন) দুপুরের দিকে জনাকীর্ণ আদালতে উভয়পক্ষের আইনজীবীর উপস্থিতিতে ওই মামলার সকল আসামিকে বেকসুর খালাসের আদেশ প্রদান করেন তিনি।

মামলার নথি সূত্রে জানা যায়, সরিষাবাড়ী উপজেলার দৌলতপুর গ্রাম নিবাসী হায়েত আলী বাদী হয়ে ওই একই গ্রামে বসবাসকারী একমাত্র সংখ্যালঘু হিন্দু পরিবারের সদস্য কবি ও সাংবাদিক প্রদীপ চন্দ্র মমসহ তার বড় ভাই, ৩ বোন ও মাকে আসামি করে গত ১৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে সিআর ৩০৮(১)১৫ মামলা দায়ের করেন। পরবর্তীতে ওই মামলায় পুলিশ প্রতিবেদন আসার পর মামলাটি বদলী হয়ে বিজ্ঞ চীফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিজেএম ২২৯/১৬ মোকদ্দমায় পরিনত হয়। মোকদ্দমাটির দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে উক্ত বাদী ও রাষ্ট্রপক্ষ আসামীদের বিরুদ্ধে স্বাক্ষ্য প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় অদ্য ২৪ জুন মঙ্গলবার সকল আসামিকে ওই মামলা হতে বেকসুর খালাস প্রদান করে রায় দেয়া হয়।

এ ব্যাপারে কবি ও সাংবাদিক প্রদীপ চন্দ্র মম'র অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, 'হায়েত আলী আমার গ্রামের প্রভাবশালী এক ব্যক্তিকে খুশি করতে আমাকেসহ আমার বড় ভাই, বোন ও মাকে আসামি করে একটি মিখ্যা, বানোয়াট মামলা দায়ের করে আমার ও আমার পরিবারের অপূরণীয় ক্ষতিসাধন করে নানাভাবে হয়রানি করেছেন। ওই মিথ্যা মামলায় বাদী ও রাষ্ট্রপক্ষ আমার ও আমার ভাই-বোন ও মা'র বিরুদ্ধে সাক্ষ্যপ্রমাণ দিতে ব্যর্থ হওয়ায় বিজ্ঞ আদালত আমাদের বেকসুর খালাস প্রদান করেন। সেইসাথে তিনি ন্যায় বিচার পেয়ে বিজ্ঞ চীফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. জসিম উদ্দিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।'

কবি ও সাংবাদিক প্রদীপ চন্দ্র মম'র সিনিয়র আইনজীবী মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, 'ন্যায় বিচার পেয়ে আমরা খুশি। এক প্রশ্নের জবাবে তিনি বিজ্ঞ আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।'

অপরদিকে জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী মোহাম্মদ নজরুল ইসলাম তরফদার বলেন, 'সংখ্যালঘু সাংবাদিক পরিবারের প্রতি বিজ্ঞ চীফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ন্যায় বিচারই প্রমাণ করে জামালপুর জেলায় এখন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হচ্ছে।'

(আরআর/এএস/জুন ২৪, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test