E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

যমুনা সেতু মহাসড়কে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২

২০২৫ জুন ২৫ ১৭:২৪:৩৭
যমুনা সেতু মহাসড়কে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২

সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে পামওয়েলবাহী ট্রাকে ডাকাতির ঘটনায় দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গত মঙ্গলবার (২৪ জুন) বিকেল ও রাতে ঢাকা ও আশপাশের এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকার রুবেল (৩১) ও ফেনীর ফুলগাছি উপজেলার মো. মাইনুদ্দিন বাবু (৩৮)। বুধবার (২৫ জুন) দুপুরে তাদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়।

এছাড়াও তাদের কাছ থেকে লুণ্ঠিত অর্ধ কোটি টাকার পামওয়েল, ব্যারেল ও ট্রাক জব্দ করা হয়। উদ্ধার করা হয়েছে র‌্যাবের পোশাক, ওয়াকিটকিসহ সরঞ্জামও ।

টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানান, গেলো ২১ জুন নারায়ণগঞ্জের মেঘনা ফ্রেশ ওয়েল মিলস থেকে ৭৫ ড্রাম ভর্তি পাম্প অয়েল নিয়ে নাটোরের উদ্দেশ্যে রওনা হয়। মাঝ রাতে যমুনা সেতুর সংযোগ সড়কের চর ভাবলা এলাকায় পৌঁছালে ডাকাত দল ট্রাকসহ প্রায় ৫৯ লাখ টাকার তেল নিয়ে চলে যায়। পরদিন এ বিষয়ে যমুনা সেতু পূর্ব থানায় মামলা দায়ের করা হয়।

পরবর্তীতে জেলা গোয়েন্দা পুলিশের টিম মঙ্গলবার বিকেলে ও রাতে ডাকাত রুবেলকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের এস ও রোড এলাকা থেকে ও বাবুকে ঢাকার ডেমরার সারুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

তিনি আরও জানান, তাদের দেয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত ট্রাক আড়াই হাজার এলাকা থেকে ও ৭৫টি খালি ড্রাম কাঁচপুর ব্রিজ এলাকা থেকে এবং প্রায় ১৪ হাজার লিটার তেল গাজীপুরের মাওনা এলাকা থেকে উদ্ধার করা হয়। এছাড়াও তাদের কাছ থেকে র‌্যাবের ৫ টি অ্যাপ্রোন, ২টি হ্যান্ডকাফ ও ২টি ওয়াকিটকিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

(এসএএম/এএস/জুন ২৫, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test