E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

প্লাস্টিকের ব্যবহার কমিয়ে বিকল্প হিসেবে পাট বা কাপড়ের ব্যাগ ব্যবহারের পরামর্শ ইউএনও’র

২০২৫ জুন ২৫ ১৮:০০:৪৮
প্লাস্টিকের ব্যবহার কমিয়ে বিকল্প হিসেবে পাট বা কাপড়ের ব্যাগ ব্যবহারের পরামর্শ ইউএনও’র

একে আজাদ, রাজবাড়ী : ‘বর্তমানে আমরা বিভিন্ন ধরনের দূষণে নিমজ্জিত হয়েছি,এখান থেকে বেরিয়ে আসতে হবে। পরিবেশ বিষয়ে ভালো অভ্যাস দূরে ঠেলে দিলে আমরা কিছু শিখবোনা। আমরা যেখানে সেখানে প্লাস্টিক ফেলি কিন্তু কখনো চিন্তা করি না এর ভবিষ্যত কী। প্লাস্টিকের কারণে আমাদের নানা ধরনের ক্ষতি হচ্ছে,পরিবেশ দূষিত হচ্ছে এবং পৃথিবীর ওজন স্তর ক্ষয় হচ্ছে। এখান থেকে বাঁচার উপায় খুঁজে বের করতে হবে বলে মন্তব্য করেছেন রাজবাড়ীর পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আবু দারদা। বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।

তিনি বলেন, প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনতে হবে এবং এর বিকল্প হিসেবে পাট বা কাপড়ের ব্যাগ ব্যবহার করতে হবে। সুপার শপগুলোতে এর ব্যবহার ইতোমধ্যে শুরু হয়ে গেছে। আমাদের সকলকে আরও সচেতন হতে হবে এবং সচেতনতা বৃদ্ধি করতে হবে। তাহলে ভবিষ্যৎপ্রজন্মকে আমরা একটি সুস্থ ও সবুজ পৃথিবী উপহার দিতে পারব। এ সময় তিনি পরিবেশ সুরক্ষায় সকলকে বেশি বেশি গাছ লাগানোর পরামর্শও দেন।

সভায় পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আবু দারদার সভাপতিত্বে উপস্থিত ছিলেন পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্রমর্তা ডা. এবাদত হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার রবিউল ইসলাম, হাবাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন খান, মৌরাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ হাবিবুর রহমান প্রামানিক, পাট্রা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আকিদুল ইসলাম, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী সহ অন্যান্যরা।

(একে/এএস/জুন ২৫, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test