E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পদ্মায় ডুবে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

২০২৫ জুন ২৫ ১৮:১৬:২২
পদ্মায় ডুবে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরের টেপাখোলা ধলার মোড় এলাকায় পদ্মা নদীতে ঘুরতে গিয়ে পানিতে ডুবে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—তামিম (২১), গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বাসিন্দা এবং আব্দুল্লাহ আল মারুফ (২১), গাজীপুরের টঙ্গী উপজেলার শামীমের পুত্র। উভয়েই ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও সহপাঠীদের বরাতে জানা গেছে, দুপুরের দিকে তারা বন্ধুদের সঙ্গে সিএনবি ঘাটে ঘুরতে যান। একপর্যায়ে পদ্মা নদীতে স্নান করতে নেমে হঠাৎ পানির গভীরতায় তলিয়ে যান। সঙ্গে সঙ্গে বন্ধুরা ও স্থানীয়রা তাদের উদ্ধারের চেষ্টা চালান। পরে উদ্ধার করে ফরিদপুর রেজোয়ান মোল্লা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট মহলে শোকের ছায়া নেমে এসেছে। কলেজ কর্তৃপক্ষ ও বন্ধুরা গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

(ডিসি/এএস/জুন ২৫, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test