E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বিশ্ব পরিবেশ দিবসে যশোরে প্লাস্টিক দূষণ রোধে আলোচনা ও পুরস্কার বিতরণী

২০২৫ জুন ২৫ ১৯:৩৬:০১
বিশ্ব পরিবেশ দিবসে যশোরে প্লাস্টিক দূষণ রোধে আলোচনা ও পুরস্কার বিতরণী

যশোর প্রতিনিধি : ‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখুনি সময়’ - এই শ্লোগানকে সামনে রেখে যশোরে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস। বুধবার সকালে দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজিবুল আলম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব, সিভিল সার্জন ডা. মাসুদ রানা, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।

যশোর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এমদাদুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক (সিডিএম) মাহফুজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন জেলা রিসার্চ অফিসার সৌমেন মৌত্য। আলোচনা সভা শেষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।

এর আগে কালেক্টরেট ভবন চত্বরে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর বিভিন্ন এনজিও প্রতিনিধিদের সমন্বয়ে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।
অনুষ্ঠানে বক্তারা প্লাস্টিক দূষণকে একটি বৈশ্বিক সমস্যা হিসেবে উল্লেখ করে এর ভয়াবহতা তুলে ধরেন। তারা বলেন, প্লাস্টিক দূষণ শুধু পরিবেশের নয়, মানবস্বাস্থ্য এবং জীববৈচিত্রের জন্যও মারাত্মক হুমকি।

বক্তারা প্লাস্টিকের যথেচ্ছ ব্যবহার বন্ধ করে এর পরিবর্তে পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন। তারা জনসাধারণকে সচেতন হওয়ার এবং প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় এগিয়ে আসার আহ্বান জানান। একই সাথে, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্লাস্টিক দূষণ রোধে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়নের জন্য অনুরোধ জানান।

(এসএ/এএস/জুন ২৫, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test