E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

উত্তাল পদ্মা দৌলতদিয়া-পাটুরিয়া রুটে লঞ্চ চলাচল বন্ধ 

২০২৫ জুন ২৬ ১২:৪১:১১
উত্তাল পদ্মা দৌলতদিয়া-পাটুরিয়া রুটে লঞ্চ চলাচল বন্ধ 

একে আজাদ, রাজবাড়ী : পদ্মা নদী উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (২৫ জুন) বিকেল ৪ টা থেকে এ রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে ফেরি চলাচল।

জানা গেছে,মানিকগঞ্জের পাটুরিয়া প্রান্তের পদ্মা ও যমুনা নদীর মোহনায় তীব্র স্রোত,বড় বড় ঢেউ ও পানির প্রবল পাঁক সৃষ্টি হওয়ায় এই রুটে দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলা বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

দৌলতদিয়া ঘাটে কর্মরত বিআইডাব্লউটিএ’র ট্রাফিক সুপারভাইজার মো. শিমুল ইসলাম লঞ্চ বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই নৌরুটের পাটুরিয়া ঘাট এলাকায় যমুনা নদীতে বড় বড় ঢেউয়ের পাশাপাশি প্রবল স্রোতের তোড়ে পানির তীব্র পাঁক সৃষ্টি হয়েছে। তাই দুর্ঘটনা এড়াতে আজ বিকেল সাড়ে ৪টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে সকল লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি অনুকুলে এলে লঞ্চ সার্ভিস চালু করা হবে।

(একে/এএস/জুন ২৬, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test