E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পাংশায় ভেজাল গুড় কারখানায় অভিযান, এক লাখ টাকা জরিমানা 

২০২৫ জুন ২৬ ১৩:২০:৩৬
পাংশায় ভেজাল গুড় কারখানায় অভিযান, এক লাখ টাকা জরিমানা 

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর পাংশায় দোজালী গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।এসময় ভেজাল গুড় তৈরিকৃত সকল গুড় ধ্বংস এবং এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। 

বুধবার (২৫ জুন) সকাল ১১টা থেকে বিকেল পৌনে ৪টা পর্যন্ত উপজেলার হাবাসপুর কাচারি পাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযান সূত্রে জানা যায়,দীর্ঘদিন ধরে কারখানাটিতে গুড়ে চিনি, পাউডার, ময়দা মিশিয়ে ভেজাল পণ্য তৈরি করা হচ্ছিল।সেই সাথে কারখানা থেকে ছড়ানো দুর্গন্ধে আশপাশের মানুষ অতিষ্ঠ ছিল এমন অভিযোগের প্রেক্ষিতে ভেজাল ও অস্বাস্থ্যকর পণ্য উৎপাদনের দায়ে কারখানার মালিক সুরুজ প্রামানিককে জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। তিনি বলেন,
অস্বাস্থ্যকর পরিবেশে গুড় উৎপাদন ও সংরক্ষণ, ভোক্তাদের প্রতিশ্রুত মান অনুযায়ী পণ্য না দেওয়া এবং অনুমোদনহীনভাবে খাদ্যপণ্য বিক্রয়ের দায়ে জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

অভিযানে সহায়তা করেন জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামাণিক, পুলিশ লাইন্সের এএসআই মো. আরিফ হোসেন, পাংশা উপজেলা প্রশাসন ও জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্যরা।

অভিযানে জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ এবং সংশ্লিষ্টদের সতর্কও করা হয়।

(একে/এএস/জুন ২৬, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test