E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দিনাজপুর শিক্ষা বোর্ডে এক লাখ সাত হাজার ৭৬৮ জন এইচএসসি পরীক্ষার্থীর অংশগ্রহণ 

২০২৫ জুন ২৬ ১৩:৩৪:৫৬
দিনাজপুর শিক্ষা বোর্ডে এক লাখ সাত হাজার ৭৬৮ জন এইচএসসি পরীক্ষার্থীর অংশগ্রহণ 

শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এবার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায়  অংশ নিয়েছে এক লাখ সাত হাজার ৭৬৮ জন পরীক্ষার্থী। এরমধ্যে ছাত্র ৫১ হাজার ৬০৪ জন ও ছাত্রী ৫৬ হাজার ১৬৪ জন। 

বৃহস্পতিবার (২৬ জুন) থেকে সারা দেশের মতো দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮ টি জেলায় শুরু হয়েছে এ পরীক্ষা।
শান্তি ও সুষ্ঠু ভাবে পরীক্ষা চলছে বলে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী জানিয়েন।

অংশ নেওয়া এক লাখ সাত হাজার ৭৬৮ জন পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে ২৬ হাজার ৪১ জন, মানবিক বিভাগে ৭৪ হাজার ৮৩ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগে মোট সাত হাজার ৬৪৪ জন পরীক্ষার্থী রয়েছে।

এছাড়া মোট পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ৮৯ হাজার ৫৭২ জন, জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী ১৪৭ জন। অনিয়মিত পরীক্ষার্থী ১৮হাজার ৪৩ জন ও প্রাইভেট পরীক্ষার্থী ছয়জন।

দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী জানান, এই শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় ৬৬৪টি কলেজ থেকে ২১৩টি কেন্দ্রের মাধ্যমে এক লাখ সাত হাজার ৭৬৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে।

(এসএএস/এএস/জুন ২৬, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test