E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পত্রিকায় 'মনগড়া ও মিথ্যা' সংবাদে ব্যবসায়ীদের প্রতিবাদ

২০২৫ জুন ২৬ ১৫:১০:৫২
পত্রিকায় 'মনগড়া ও মিথ্যা' সংবাদে ব্যবসায়ীদের প্রতিবাদ

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের মেলান্দহ উপজেলার টনকী বাজারে সেচ্ছাসেবক দলের নেতা মিষ্টি বাবুলের বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় জমি দখল ও চাঁদা দাবির সংবাদকে 'মনগড়া ও মিথ্যা' উল্লেখ করে প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন ভুক্তভোগীসহ স্থানীয় ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে টনকী বাজারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন, ২নং কুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ ফজলুর রহমান (ঠান্ডা), ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. বাবুল মিয়া, মেলান্দহ উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাহবুবুর রহমান, টনকী বাজারের ব্যবসায়ী মনজুরুল হক, মনছের আলী, তওহিদুল ইসলাম রঞ্জু, মো. মজনু মিয়া ও মো. আ. রহমান।

বক্তারা সংবাদ সম্মেলনে উল্লেখ করেন, 'আমরা মেলান্দহ উপজেলার টনকী বাজারের ব্যবসায়ীবৃন্দ বাজারের মিষ্টি ব্যবসায়ী মো. বাবুল মিয়ার বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত কথিত জমি দখল ও চাঁদাদাবির খবরের তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি।'

তারা বলেন, 'মেলান্দহ উপজেলার টনকী বাজারে ২'শর অধিক ব্যবসায়ী যার যার অবস্থান থেকে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করে আসছি। বিভিন্ন পত্রিকা মারফত জানতে পারলাম, মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. বাবুল মিয়ার বিরুদ্ধে চাঁদাদাবির খবর প্রকাশিত হয়েছে। যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আমরা হতবাক হয়েছি। কারণ টনকী বাজারে কোনো চাঁদদাবির ঘটনা ঘটে নাই। মো. বাবুল মিয়া বাজারে ৫ বছর ধরে মিষ্টির ব্যবসা করে আসছেন। বাজারে মৃত নিরঞ্জনের ঘর আছে। নিরঞ্জনের ছেলে টগরের সেলুনের ব্যবসা আছে। নিরঞ্জনের ছেলে টগর ও সাগর তাদের আলাদা ঘর চা দোকানের জন্য ভাড়া দিয়েছে। তাদের সাথে চাঁদাদাবির কোনো ঘটনা ঘটে নাই। এসব পত্রিকায় ভুয়া-বানোয়াট খবর দেখে আমরা বাজারের ব্যবসায়ীরা হতাশ। কারণ দীর্ঘদিন ধরে বাজারে সকল ব্যবসায়ীরা অত্যন্ত সৈাহার্দ্যপূর্ণভাবে ব্যবসা-বাণিজ্য করে আসছি।'

তারা আরও বলেন, টনকী বাজারে সকল ব্যবসায়ী ঐক্যমত আছি যে, বাজারে কোনো প্রকার চাঁদা দাবি বা চাঁদা আদায়ের কোনো ঘটনা ঘটে নাই। আমরা বিভিন্ন পত্রিকায় প্রকাশিত খবরের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

(আরআর/এএস/জুন ২৬, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test