E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

প্রবেশপত্র না পাওয়ায় এইচএসসি পরীক্ষা দিতে পারল না ১৭ শিক্ষার্থী

২০২৫ জুন ২৬ ১৭:৪৩:৫৩
প্রবেশপত্র না পাওয়ায় এইচএসসি পরীক্ষা দিতে পারল না ১৭ শিক্ষার্থী

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে পৌর এলাকায় প্রবেশপত্র না পাওয়ায় চলমান উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে পারে নি ১৭ শিক্ষার্থী। এ ঘটনায় সাইনবোর্ড খুলে গেটে তালা ঝুলিয়ে পালিয়ে গেছে কলেজ কর্তৃপক্ষ।

জানা গেছে, শহরের দড়িপাড়ায় অবস্থিত প্রশান্তি আইডিয়াল স্কুল এন্ড কলেজের ১৭ জন শিক্ষার্থী এবারের এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র পায় নি। তারা এ কলেজের শিক্ষার্থী হলেও তাদের অন্যকলেজে রেজিষ্ট্রেশন হয়েছিল। পরীক্ষায় অংশ নিতে না পারা ১৭ জনের মধ্যে ১০ জন বিজ্ঞান, ৪ জন মানবিক ও ৩ জন ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী।

শিক্ষার্থীদের অভিযোগ, রেজিস্ট্রেশন, প্রবেশপত্র ও ফরমফিলাপের জন্য দাবিকৃত এবং অতিরিক্ত অর্থ নিলেও প্রবেশপত্র দিতে পারে নি কলেজ কর্তৃপক্ষ।

এ ঘটনায় বৃহস্পতিবার সকাল ১০টা থেকে পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও প্রবেশপত্র না পাওয়ায় কলেজের সামনে গিয়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা।

এদিকে, গতকাল রাতে কলেজটির সাইনবোর্ড সরিয়ে নিয়ে ভবন তালা দিয়ে আত্মগোপনে চলে যান অধ্যক্ষ রেজাউল ইসলাম সেলিমসহ কলেজের শিক্ষক-কর্মচারীরা। এ বিষয়ে অধ্যক্ষের বক্তব্য নিতে বেশ কয়েকবার তাঁর মুঠোফোনে কল দিলে ফোনটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম জানান, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ, জেলায় এ বছর ৫২ টি কেন্দ্রে ২৬ হাজার ৫৭৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে।

(আরআর/এএস/জুন ২৬, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test