E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বোয়ালমারীতে যৌথ বাহিনীর অভিযান, ৩ কেজি গাঁজা ও ইয়াবাসহ আটক ৩

২০২৫ জুন ২৬ ১৭:৫৩:০৬
বোয়ালমারীতে যৌথ বাহিনীর অভিযান, ৩ কেজি গাঁজা ও ইয়াবাসহ আটক ৩

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার দক্ষিণ কামারগ্রাম এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশের যৌথ বাহিনী। বৃহস্পতিবার (২৬ জুন) ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ৩ কেজি গাঁজা, ১৭টি ইয়াবা ট্যাবলেট, গাঁজা সেবনের বিভিন্ন সরঞ্জাম এবং ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। অভিযুক্তরা হলেন—মুরাদ হোসেন (৩৭), রিপন শেখ (৪০) এবং নিলা বেগম (৪০)। স্থানীয় সূত্রে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সরবরাহ করে আসছিলেন।

বিশেষভাবে উল্লেখযোগ্য, আটক রিপন শেখ পূর্বেও মাদক সংশ্লিষ্ট অপরাধে একাধিকবার অভিযুক্ত হয়েছিলেন। সর্বশেষ চলতি বছরের ৩ মার্চ সেনা ক্যাম্পের এক অভিযানে গ্রেপ্তার হয়ে কারাভোগের পর সম্প্রতি মুক্তি পান। তবে মুক্তির পর তিনি পুনরায় মাদক কারবারে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।

অভিযান শেষে আটককৃতদের এবং জব্দকৃত মাদক ও সরঞ্জামসমূহ বোয়ালমারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সেনাবাহিনীর একাধিক সূত্র জানিয়েছে, অবৈধ অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে বাহিনী 'জিরো টলারেন্স' নীতিতে কাজ করছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনা ক্যাম্পসমূহ নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করছে। এ বিষয়ে সেনাবাহিনী জনগণকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানিয়েছে।

(ডিসি/এএস/জুন ২৬, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test