E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

তালাকের ২ ঘন্টা পর প্রেমিককে বিয়ে!

২০২৫ জুন ২৬ ১৭:৫৯:০২
তালাকের ২ ঘন্টা পর প্রেমিককে বিয়ে!

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে সালিশ বৈঠকের সিদ্ধান্তে  স্বামীর তালাক পাওয়ার ২ ঘন্টার মধ্যে বিবাহ বর্হিভূত সম্পর্কের প্রেমিককে বিয়ে করলেন স্ত্রী।  এ নিয়ে এলাকায়  আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে ।  গত বুধবার (২৫ জুন) কোটালীপাড়া উপজেলার দক্ষিণ হিরন গ্রামে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

পিঞ্জুরী ইউনিয়নের ৭নং ওয়ার্ড মেম্বর আনোয়ার হোসেন আনু বলেন, ৩ বছর আগে হিরণ ইউনিয়নের হিরণ গ্রামের সিদ্দিক মোল্লার ছেলে খায়রুল মোল্লা আমার পিঞ্জুরী ইউনিয়নের চিতশী গ্রামের কেরামত আলী শেখের মেয়ে জেসমিন বেগমকে (২৫) বিয়ে করেন। বিয়ের দেড় বছর পর খায়রুল- জেসমিন দম্পত্তির একটি পুত্র সন্তান জন্ম নেয় । জেসমিনের স্বামী খায়রুল ঢাকা শহরে ফেরি করে বেডিংএর (লেপ-তোষক) ব্যবসা করতেন । জেসমিন হিরণ গ্রামের বাড়িতে থাকত । এ সুযোগে জেসমিন বেগম ওই গ্রামের আক্তার শেখের ছেলে হাসিব শেখের (২৫) সাথে বিবাহ বর্হিভূত শারিরীক সম্পর্কে জড়িয়ে পড়ে । এ নিয়ে জেসমিনকে স্বামীর পরিবারের পক্ষ থেকে বারবার সতর্ক করা হয়। কিন্তু জেসমিন এ পথ থেকে ফিরে আনে নি।

বুধবার (২৫ জুন) জেসমিনের শ্বাশুড়ি ফজরের নামাজ আদায় করতে ঘুম থেকে ওঠেন। তিনি জেসমিন ও হাসিবকে জেসমিনের ঘরে আপত্তিকর অবস্থায় দেখতে পান। পরে তাদের ঘরের মধ্যে আটক করে রাখা হয়।

ইউপি মেম্বর আরো বলেন, এ ঘটনা নিয়ে বুধবার (২৫ জুন) বিকেলে খায়রুলের বাড়িতে সালিস বৈঠকের আয়োজন করা হয় । সালিস বৈঠকে বসে এলাকার জনপ্রতিনিধি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ বৈঠকে খায়রুল ও তার স্ত্রী জেসমিন বেগম একে অপরের ঘর করতে অপরাগতা প্রকাশ করে। খায়রুল তাকে তালাক দেবে বলে সিদ্ধান্ত হয়। বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায় কাজীর মাধ্যমে তালাক দেওয়া হয় । পরে রাত সাড়ে ৮ টার দিকে এ্যাড. বজলুল হক হওলাদারের কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজারের চেম্বারে ৪ লক্ষ টাকা দেনমোহরে হাসিব শেখ প্রেমিকা জেসমিন বেগমকে সরা পড়ে বিয়ে করেন । এ সময় ওই আইনজিবি তার চেম্বারে ছিলেন না।

এ ব্যাপারে এ্যাড. বজলুল হক হওলাদার বলেন, সালিশ শেষে সন্ধ্যার পর ২৫ জন আমার চেম্বারে আসে। ধর্মীয় দৃষ্টিতে এটি নিয়ে বাধা আছে। তাই আমি তাদের কোন কথা শুনিনি।আমি এশার নামাজ আদায় করতে মসজিদে যাই। এ সময় আমার চেম্বারে হুজুর ডেকে হাসিব ও জেসমিনকে সরা পেড়িয়ে দিয়েছেন বলে জানতে পারি।

এই বিয়েতে খুশি হয়েছে বলে জানিয়েছেন হাসিব শেখ ও জেসমিন বেগম। তারা দু'জনে বিয়ের সুখি দাম্পত্য জীবনের জন্য সকলের কাছে দোয়া চান।

হিরণ ইউপি বিএনপির সভাপতি নান্নু দাড়িয়া বলেন, আমি অসুস্থ। তাই ডাক্তার দেখাতে যাচ্ছিলাম। তখন বিভিন্ন গ্রামের মুরব্বি সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ওই সালিশে উপস্থিত ছিলেন। আমাকে সেখানে ডাকলে আমি বিষয়টি এড়িয়ে মুরিব্বিদের বিচার করে দিতে বলে চলে আসি।

এ বিষয়ে ঢাকা জজ কোর্টের আইনজিবি কাজী মাজহারুল আনোয়ার বলেন, তালাক দেওয়ার পর ৯০ দিন সময় দিতে হয়। তাই তালাকের ২ ঘন্টা পর বিয়ে দেওয়া শরিয়ত ও আইন সম্মত নয় । এটি অনিয়মিত বিয়ে হয়েছে। মুসলিম বিবাহ ও তালাক রেজিস্ট্রেশন আইন অনুযায়ী বিবাহ রেজিস্ট্রি না হওয়ায় পর্যন্ত এটি বিবাহ হিসেবে গণ্য হবে না । শুধুমাত্র সরা পড়ানো অবৈধ বিবাহ ।

কোটালীপাড়া থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ বলেন, তালাকের পরই স্ত্রী তার প্রেমিকাকে বিয়ে করেছে বলে শুনেছি। এ বিষয়ে এখন পর্যন্ত কোন পক্ষই থানায় অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান ওই কর্মকর্তা।

(টিবি/এএস/জুন ২৬, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test