E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঈশ্বরদীতে প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রমের প্রতিবাদে ঘেরাও, বিক্ষোভ ও মানববন্ধন

২০২৫ জুন ২৬ ১৮:১১:০৫
ঈশ্বরদীতে প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রমের প্রতিবাদে ঘেরাও, বিক্ষোভ ও মানববন্ধন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদীতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি’র (নেসকো) গ্রাহকদের প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রমের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও, বিক্ষোভ ও মানববন্ধন করেছে ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতি। বৃহস্পতিবার (২৬ জুন) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

বাজারের প্রধান ফটকের সামনে শিল্প ও বণিক সমিতির পক্ষ থেকে অনুষ্ঠিত মানববন্ধন ও পথসভায় বক্তারা নেসকো’র তত্ত্ববাবধানে ঈশ্বরদী উপজেলায় বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপন না করার জোর দাবি জানানো হয়। প্রিপেইড মিটার স্থাপনের কার্যক্রম বন্ধ করা না হলে আগামীতে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

পথসভায় বক্তারা বলেন, আমরা কোনো ভাবেই প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম মেনে নেব না। কারণ এতে কেউ উপকৃত হচ্ছেন না, বরং সাধারণ মানুষ শোষণ ও হয়রানি হচ্ছেন। গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত চার্জ, কমিশন ও সুদের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে। ইতোমধ্যে উত্তরাঞ্চলের রাজশাহী ও রংপুর বিভাগের কয়েক এলাকায় প্রিপেইড মিটার ব্যবহারে গ্রাহকদের বিড়ম্বনা ও আর্থিক হয়রানি হচ্ছে বলে খবর পাওয়া গেছে। বিদ্যুৎ একটি সরকারি সেবা খাত। সেবা খাতে সরকারি বিদ্যুৎ ব্যবহারের আগেই গ্রাহকদের টাকা কর্তন করে নেওয়ার বিষয়টি খুবই দুঃখজনক।

পথসভায় সভাপতিত্ব করেন শিল্প ও বণিক সমিতির সভাপতি আশিকুর রহমান নান্নু। বক্তব্য দেন ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আতাউর রহমান পাতা, বণিক সমিতি সহ-সভাপতি আনোয়ার হোসেন জনি, নির্বাহী সদস্য মো. সজিব প্রামাণিক, ঈশ্বরদী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ প্রমূখ।

(এসকেকে/এএস/জুন ২৬, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test