E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কুষ্টিয়ায় লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি, টাকা-স্বর্ণালংকার লুট

২০২৫ জুন ২৬ ১৯:৩৮:৫৫
কুষ্টিয়ায় লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি, টাকা-স্বর্ণালংকার লুট

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে।  বুধবার (২৫ জুন) দিনগত রাত ২টার দিকে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের কালিতলা-দুর্গাপুর এলাকায় এই ঘটনা ঘটে।

এসময় ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। স্বর্ণালংকারের খোঁজে নিহতের মরদেহও তল্লাশি চালিয়েছে ডাকাত দলটি। এ খবরে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পোড়াদহ ইউনিয়নের সুধিরাজপুর গ্রামের নিয়ামত আলীর স্ত্রী আয়েশা খাতুন (৫০) নামে এক নারী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রাতে নিহতের পরিবারের লোকজন ও স্বজনরা তার মরদেহ লাশবাহী অ্যাম্বুলেন্স যোগে বাড়ির উদ্দেশ্যে নিয়ে ফিরছিলেন। এমন সময় অ্যাম্বুলেন্সটি ছাতিয়ান ইউনিয়নের কালিতলা-দুর্গাপুর সড়কের মাঠ সংলগ্ন এলাকায় পৌঁছালে পথে ডাকাত দলের কবলে পড়ে অ্যাম্বুলেন্সটি। এসময় পাশের একটি পানের বরজ থেকে ডাকাতদলের সদস্যরা বেরিয়ে আসেন। ধারালো অস্ত্রের মুখে মারধরের পাশাপাশি চালক ও নিহতের স্বজনদের কাছ থেকে ৩২ হাজার ৬শ টাকা ও এক নারীর কাছ থেকে একজোড়া কানের দুল (স্বর্ণাংলকার) ছিনিয়ে নেয়। এছাড়াও নিহতের কান ও গলায় স্বর্ণাংলকার আছে কি-না তাও তল্লাশি করে ডাকাতদলটি। পরে টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়।

এ বিষয়ে মিরপুর থানার এসআই এলিস মাহমুদ বলেন, রাতে ডাকাতির সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাতদের ধরতে পুলিশ কাজ করছে।

মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম বলেন,ওই মাঠ সংলগ্ন প্রধান সড়কে আমাদের পুলিশি পাহারা ছিল। এটি এলাকার স্থানীয়রা সবাই জানেন। বিষয়টি তদন্তে পুলিশের একাধিক টিম কাজ করছে। সড়কে ডাকাতি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

(এমএজে/এএস/জুন ২৬, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test