E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ছাত্রদলের মহতী উদ্যোগ, এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের অভিভাবকদের বিশ্রামাগার

২০২৫ জুন ২৬ ২৩:৫৭:০৬
ছাত্রদলের মহতী উদ্যোগ, এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের অভিভাবকদের বিশ্রামাগার

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীতে ছাত্রদলের মহতী উদ্যোগে এইচএসসি ও সমমান পরীক্ষার্থী ও অভিভাবকদের সহায়তা কেন্দ্র ও বিশ্রামাগার করা হয়েছে। এতে খুশি অভিভাবক ও পরীক্ষার্থীরা।

বৃহস্পতিবার থেকে রাজবাড়ী জেলা সহ সারা দেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। এ উপলক্ষ্যে রাজবাড়ী জেলা ছাত্রদলের উদ্যোগে রাজবাড়ী সরকারী কলেজ কেন্দ্রে পরীক্ষার্থীদের সহায়তা কেন্দ্র ও অভিভাবকদের বসার জন্য বিশ্রামাগার করা হয়।

রাজবাড়ী জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমানের নেতৃত্বে এসময় জেলা ছাত্রদলের সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন, যুগ্ম আহবায়ক আসজাদ হোসেন আজাদ, রাসেল শেখ, মোঃ আতিক হোসেন আতিক, রবিন মন্ডল, কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি টোকন মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক রুবেল মন্ডল, সাবেক নিনিয়র সহ-সভাপতি জামিল সরদার, কলেজ শাখার সভাপতি তানভীর খান রনি, সাধারণ সম্পাদক মোঃ রজন মন্ডল, সিনিয়র সহ-সভাপতি সুজন আলী খান, সিনিয়র যুগ্ম সম্পাদক আল মিকাইল, সহ-সভাপতি হাবীব মুন্সী, যুগ্ম সম্পাদক ইকরাম হাসান, মোঃ সেলিম, মোঃ ইমন, সাজেদুর রহমান, দপ্তর সম্পাদক তারেক রহমান, আবু হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় শিক্ষার্থীদের কলম, স্কেল, পানি, হ্যান্ড স্যানিটাইজার, মাক্স প্রদান করা হয়। অভিভাবকদের জন্য বিশ্রামাগারে পানি ও বসার ব্যবস্থা করা হয়।

রাজবাড়ী জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান বলেন, রাজবাড়ী জেলা ছাত্রদল সব সময় ভালো কাজের সাথে থাকে। আমরা এসএসসি পরীক্ষার সময়ও সহায়তা কেন্দ্র চালু করা হয়। এবার এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সহায়তা কেন্দ্র ও অভিভাবকদের জন্য বিশ্রামাগার করা হয়। আমাদের জেলার প্রতিটি পরীক্ষা কেন্দ্রে ছাত্রদলের উদ্যোগে এ আয়োজন করা হয়েছে। পরীক্ষা চলাকালীন সময়ে এ কার্যক্রম চলমান থাকবে।

(একে/এএস/জুন ২৬, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test