E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সেনাবাহিনীর তৎপরতায় চোরাই ইজিবাইক উদ্ধার, প্রকৃত মালিকের হাতে ফিরল জীবিকার সম্বল

২০২৫ জুন ২৭ ০০:০৪:৫৩
সেনাবাহিনীর তৎপরতায় চোরাই ইজিবাইক উদ্ধার, প্রকৃত মালিকের হাতে ফিরল জীবিকার সম্বল

রূপক মুখার্জি, নড়াইল : গত ২৩ জুন বিকালে নড়াইল সদর হাসপাতাল সংলগ্ন এলাকায় সেনাবাহিনীর গোয়েন্দা দলের নজরে আসে একটি সন্দেহজনক ইজিবাইক। গোয়েন্দা জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সন্দেহ আরও ঘনীভূত হলে, নড়াইল আর্মি ক্যাম্প হতে একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ইজিবাইকটি জব্দ করে। কিন্তুু বিধি বাম! সেনাটহলের উপস্থিতি টের পেয়ে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, নড়াইল জেলায় একটি সংঘবদ্ধ চোরাই চক্র দীর্ঘদিন ধরে ইজিবাইক ও মোটরসাইকেল চুরি করে আসছে। এই চক্রের কারণে বহু শ্রমজীবী মানুষ তাদের আয়ের একমাত্র সম্বল ইজিবাইক, ইজিভ্যান ও মোটরসাইকেল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে।

এ বিষয়ে ইজিবাইকের মালিক মোঃ রাকিব শিকদার গত ৭ জুন নড়াইল আর্মি ক্যাম্পে একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগপত্রে তিনি জানান, তার ইজিবাইকটি অজ্ঞাত চক্র চুরি করে নিয়ে গেছে। অভিযোগ পাওয়ার পর থেকেই সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগ তৎপরতা শুরু করে।

তথ্য-উপাত্ত ও যাচাই-বাছাই শেষে ২৫ জুন সকাল ১১:০০ ঘটিকায় নড়াইল আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার নিজ হাতে ইজিবাইকটি প্রকৃত মালিক শাহাবাদ ইউনিয়নের ধৌন্দা গ্রামের শহীদ শিকদারের ছেলে মোঃ রাকিব শিকদারের কাছে হস্তান্তর করেন।

ইজিবাইক চালক মো: রাকিব শিকদার তার জীবিকার একমাত্র অবলম্বন ইজিবাইকটি সেনাবাহিনীর তৎপরতায় ফিরে পাওয়ায় তিনি সেনাবাহিনীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সেনা সূত্রে আরও জানা গেছে , চোরাইচক্রটিকে শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে সেনাবাহিনীর অভিযান চলমান রয়েছে।

(আরএম/এএস/জুন ২৭, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test