E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

৪টি বিদেশী পিস্তলসহ ১১ জন আটক 

২০২৫ জুন ২৭ ১৬:০৯:০৭
৪টি বিদেশী পিস্তলসহ ১১ জন আটক 

গোপালগঞ্জ প্রতিনিধি : আবুল খায়ের সেতুর টোল প্লাজা থেকে ৪টি বিদেশী পিস্তলসহ ১১ জনকে আটক করেছে বাগেরহাট জেলা ডিবি ও মোল্রাহাট থানা পুলিশ।

ওই সেতুর টোল প্লাজাটি গোপালগঞ্জ জেলার সদর উপজেলার গেবরা ইউনিয়নের চরগোবরা অংশে পড়েছে। তারপরই বাগেরহাট জেলার মোল্রাহাট উপজেলা শুরু শুরু হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যার পর ওই সেতুর টোল প্লাজায় একটি হাইএস মেইক্রোবাসে তল্লাশি চালিয়ে ডিবি ও থানা পুলিশ তাদের আটক করে।

এসময় ০৪টি ৭.৬২ মিঃ মিঃ চায়না পিস্তল, ০৪টি ম্যাগাজিন, ০৯ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। জব্দ করা হয় মাইক্রোবাসটি ( রেজি: নং ঢাকা মেট্রো চ ১৫-৬৭৭০)।
রাত সাড়ে ৯ টার দিকে বাগেরহাট জেলা ডিবি পুলিশের পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানাগেছে।

আটককৃতরা ব্যক্তিরা হলেন ঝিনাইদহ জেলার মহেশপুর থানার কানাই ডাঙ্গা গ্রামের মৃত কদম আলী মোল্লার ছেলে কাউসার আলী (৪৩), আব্দুল মবিনের ছেলে আতাউর রহমান (৩০), ধান্য হরিয়া গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে আবুল হোসেন (৪৩), নুরুল ইসলামের ছেলে মোঃ ইমদাদুল হক(৩১), নুর আলমের ছেলে মাসুম পারভেজ (২২), গয়েশপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে জনি মিয়া(২৭), হরিণাকুন্ডু থানার বাসুদেবপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে মো: মেহেদী হাসান (২৩), সাবেক বিন্দু গ্রামের মৃত ইদ্রিস আলী বিশ্বাসের ছেলে মোঃ খোকন বিশ্বাস (৪৫),আনিসুর রহমান শাহ‘র ছেলে সেলিম শাহ(৩৪), সড়াবাড়ি গ্রামের আবুল বাসার মন্ডলের ছেলে খোকন মিয়া (৩৫) ও ঝিনাইদাহ সদর থানার হামোদ মোড় গ্রামের অধীর চন্দ্র দাসের ছেলে প্রসেনজিৎ চন্দ্র দাস (২৫)।

বাগেরহাটের পুলিশ সুপার মোঃ তৌহিদ আরিফ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ সুপার জানান, গোপান সংবাদের ভিত্তিতে ঢাকা-খুলনা মহাসড়কের আবুল খায়ের সেতুর টোলপ্লাজায় ডিবি ও মেল্লাহাট খানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। ঝিনাইদহ জেলার মহেশপুর থানা থেকে ছেড়ে একটি হাইএস মাইক্রোবাস সন্ধ্যার পর ওই টোল প্লাজায় আসে । তারপর পুলিশ মাইক্রোবাসটি তল্লাশি করে ৪টি পিস্তল, ০৪টি ম্যাগাজিন, ০৯ রাউন্ড গুলি উদ্ধার করে । জব্দ করা হয় মাইক্রোবাসটি। ড্রইভার সহ ১১ জনকেও আটক করা হয়।

পুলিশ হেফাজতে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়ে পুলিশ সুপার বলেন, তারা বাগেরহাট জেলায় নাশকতা করতে আসছিল বলে আমরা জানতে পেরেছি । এ ব্যাপারে মোল্লাহাট থনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

(টিবি/এএস/জুন ২৭, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test