E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শৈলকুপায় চলাচলের রাস্তায় বেড়া, অবরুদ্ধ পরিবার

২০২৫ জুন ২৭ ২০:৩০:৪৬
শৈলকুপায় চলাচলের রাস্তায় বেড়া, অবরুদ্ধ পরিবার

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপায় জমিসংক্রান্ত বিরোধের জেরে চলাচলের রাস্তা বন্ধ করে একটি পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে মানিক নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় মাহমুদা খাতুন নামে ভুক্তভোগী এক নারী শৈলকুপা থানা ও সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ করেছেন। শুক্রবার সকালে উপজেলার ছোট মৌকুড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা গেছে, সকালে অভিযোগকারী মাহমুদা খাতুনের প্রতিবেশী ভাদু মন্ডলের ছেলে মানিক ও তার দলবল রামদা, চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র সঙ্গে নিয়ে তার বসতবাড়িতে ঢোকার রাস্তায় পিলার পুতে লোহার তারের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এতে পরিবারটি অবরুদ্ধ হয়ে পড়ে। ফলে বাড়ি থেকে বের হয়ে তাদের প্রয়োজনীয় কাজ করতে সমস্যা সৃষ্টি হচ্ছে।

মাহমুদা খাতুন বলেন,‘জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশী মানিকের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরআগে এবিষয়টি নিয়ে গ্রাম্য সালিশ করা হলে তারা তা মানেনি। কয়েকদিনের মধ্যেই স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ফের সালিশের আয়োজনের প্রস্তুতি চলছিল। তবে তা হওয়ার আগেই আমাদের ভোগদখলকৃত জায়গা ঘিরে ফেলে বসতবাড়ির সামনে লোহার তারের বেড়া দিয়ে আমার পরিবারকে অবরুদ্ধ করেছে। বাধা দিতে গেলে অকথ্য ভাষায় গালিগালাজ সহ মারধোর ও প্রাণনাশের হুমকি দেয়। এর সমাধান পেতে থানা ও আর্মি ক্যাম্পে একটি লিখিত অভিযোগ করেছি। এর সুষ্ঠ বিচার চাই।

এ বিষয়ে অভিযুক্ত মানিকের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

অভিযোগের বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একটি পরিবারের চলাচলের রাস্তায় বেড়া দেওয়ার অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে পদক্ষেপ নেওয়া হবে।

(এসই/এএস/জুন ২৭, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test