E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বাগেরহাটে শতবর্ষী রথযাত্রা উৎসব শুরু, বসেছে ১৫ দিনব্যাপী মেলা

২০২৫ জুন ২৮ ০০:৫২:৩৭
বাগেরহাটে শতবর্ষী রথযাত্রা উৎসব শুরু, বসেছে ১৫ দিনব্যাপী মেলা

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাট সদর উপজেলার লাউপালায় সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব শুরু হয়েছে। শুক্রবার লাউপালা শ্রীশ্রী গোপাল জিউর মন্দির থেকে নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে দড়ি দিয়ে টেনে রথ বের করে আনেন হাজার হাজার ভক্ত-অনুরাগী। পরে রথযাত্রাকে ঘিরে লাউপাড়ায় শুরু হয়েছে ১৫ দিনব্যাপী গ্রামীণ মেলা। মেলায় হস্তশিল্প, খেলনা, শিশুদের বিনোদন সরঞ্জাম, মিষ্টান্নসহ নানা ধরনের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। আগামী ১২ জুলাই ‘উল্টো রথযাত্রা’র মধ্য দিয়ে রথযাত্রা উৎসবের সমাপ্তি হবে। আয়োজকরা জানান, উৎসবজুড়ে থাকবে ধর্মীয় আলোচনা, প্রসাদ বিতরণ এবং ভক্তদের জন্য সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা।

শুক্রবার দুপুরে দক্ষিণ অঞ্চলের সর্ববৃহৎ শতবর্ষের পুরোনো এই উৎসবের উদ্বোধন করেন জেলা বিএনপির সাবেক সভাপতি এম. এ. সালাম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক মোহন লাল হালদার, সদস্য সচিব বাবুল হালদার বিপ্লব, যাত্রাপুর রথযাত্রা মন্দির কমিটির সহ-সভাপতি বাবুল সরদারসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা।

লাইপালা রথ মন্দির কমিটির সহ-সভাপতি বাবুল সরদার বলেন, ‘প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে রথযাত্রা শুরু হয়। এটি আমাদের চারশ বছরের ঐতিহ্য। ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে আমি সত্যিই আনন্দিত। রথযাত্রা আমাদের জীবনের অংশ। শিশু থেকে বৃদ্ধ সবাই মিলে রথ টানা, ভগবানের দর্শন সবাইকে আত্মিক প্রশান্তি দেয়। প্রতিবছর পরিবারের সবাইকে নিয়ে এই রথযাত্রায় অংশ নিই।’

(এসএসএ/এএস/জুন ২৮, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test