E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নগরকান্দায় বর্ণিল রথযাত্রায় ভক্তের ঢল

২০২৫ জুন ২৮ ০১:০৪:৩২
নগরকান্দায় বর্ণিল রথযাত্রায় ভক্তের ঢল

নগরকান্দা প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় সারাদেশের ন্যায় শ্রী শ্রী জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রা মহারানীর রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭) বিকলে উপজেলার রথযাত্রা উদযাপন কমিটির আয়োজনে হসপিটাল কালী মন্দির থেকে শুরু হয় শহরের বিভিন্ন স্থানে প্রদক্ষিণ করে রথযাত্রা টি চমুখা দুর্গা মন্দিরে যেয়ে শেষ হয়।

প্রতি বছরের ন্যায় আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে শুরু হয় জগন্নাথ দেবের রথযাত্রা। এ রথযাত্রা নানা ধর্মীয় অনুষ্ঠানমালার মাধ্যমে আনন্দ মুখর পরিবেশে দিনব্যাপী শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা আয়োজন করেন।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস জগন্নাথ হলেন জগতের নাথ ও অধীশ্বর। জগত হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছে ঈশ্বর। তাই রথ যাত্রার মধ্য দিয়ে জগতের সার্বিক কল্যাণ সাধন করা হয়। পাপমোচনের একমাত্র মুক্তিলাভ। জীব রূপে তাকে আর জন্ম নিতে হয় না, এ বিশ্বাস থেকেই রথযাত্রা উপর জগন্নাথ দেবের প্রতিমূর্তি রেখে রথ নিয়ে যাত্রা শুরু করেন সনাতনী ধর্মাবলম্বীরা

পরবর্তীতে যা আগামী ৫ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ অনুষ্ঠান শেষ হবে।

(পিবি/এএস/জুন ২৮, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test