E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কুষ্টিয়া পৌর বিএনপির সম্মেলন : সভাপতি বাবু, সাধারণ সম্পাদক কামাল

২০২৫ জুন ২৮ ১৩:৩৫:৩৩
কুষ্টিয়া পৌর বিএনপির সম্মেলন : সভাপতি বাবু, সাধারণ সম্পাদক কামাল

কুষ্টিয়া প্রতিনিধি : প্রায় ১৬ বছর পর কুষ্টিয়া পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২৭ জুন) কুষ্টিয়া সরকারি কলেজ প্রাঙ্গণে পৌর বিএনপির সম্মেলন আয়োজন করা হয়। সেখানেই বিকেল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন।

ভোট গ্রহণ শেষ রাত সাড়ে ৯টার দিকে ফলাফল ঘোষণা করা হয়। এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ,সদস্য সচিব জাকির হোসেন সরকার।

ডেলিগেট ভোটারদের ভোটের মাধ্যমে ৬১১ ভোট পেয়ে কুষ্টিয়া পৌর বিএনপির সভাপতি নির্বাচিত হন একে বিশ্বাস বাবু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজল মাজমাদার পেয়েছেন ৫৯৫ ভোট। ৭৪১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন কামাল উদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল হাকিম মাসুদ পেয়েছেন ৬১১ ভোট।

নির্বাচনে সভাপতি পদে একে বিশ্বাস বাবু, কাজল মাজমাদার, আল আমিন রানা কানাই, এ্যাড.খাদেমুল ইসলাম, মহিউদ্দিন চৌধুরী মিলন,এ্যাড.রফিকুল ইসলাম সবুজ। সাধারণত সম্পাদক পদে কামাল উদ্দিন ও আব্দুল হাকিম মাসুদ প্রতিদ্বন্দ্বিতা করেন।

পৌর ২১টি ওয়ার্ডের ডেলিগেট ভোটাররা উৎসাহ-উদ্দীপনার নিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে মোট ভোটার ছিল ১৪শ ৯৬জন।

এদিকে দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে থাকায় বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত কুষ্টিয়া পৌর বিএনপির সম্মেলন সফল করতে শহর এলাকাজুড়ে সড়কে সড়কে তোরণ নির্মাণ করা হয়। টাঙানো হয় নানা ধরনের ব্যানার-ফেস্টুন। আর সম্মেলন সফল করতে পৌর ২১টি ওয়ার্ডে সভা-সমাবেশ শেষে ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করেন ডেলিগেট ভোটররা।

কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, তৃণমূল পর্যায়ে গণতান্ত্রিক প্রক্রিয়া ভোটের মাধ্যমে বিএনপির নেতা নির্বাচন করা হচ্ছে। তৃণমূলকে আরও পুনরুজ্জীবিত করতে জয়ীরা কাজ করবেন। আমরা সবাই একই দলের নেতাকর্মী।

(এমএজে/এএস/জুন ২৮, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test