E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নড়াইলে অকাল প্রয়াত চিত্রশিল্পী সমীর মজুমদারের স্মরণ সভা অনুষ্ঠিত

২০২৫ জুন ২৮ ১৪:১৪:২৭
নড়াইলে অকাল প্রয়াত চিত্রশিল্পী সমীর মজুমদারের স্মরণ সভা অনুষ্ঠিত

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের এস.এম সুলতান শিশুস্বর্গের চিত্রাংকন বিভাগের শিক্ষক চিত্রশিল্পী সমীর মজুমদারের অকাল প্রয়াণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে ।

শুক্রবার বেলা ১১ টায় এস, এম, সুলতান স্মৃতি সংগ্রহশালা নড়াইলের আয়োজনে জেলা প্রশাসন নড়াইলের সহযোগিতায় এবং বাংলাদেশ শিল্পকলাএকাডেমীর পৃষ্ঠপোষকতায় শিশুস্বর্গ অডিটোরিয়ামে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে শিল্পীর স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এস.এম সুলতান শিশু স্বর্গ ও এস.এম সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস, এস, সুলতান ফাউন্ডেশনের সাবেক সাধারন সম্পাদক ও জেলা শিল্পকলা একাডেমীর সাবেক সাধারন সম্পাদক অ্যাডঃ ইকবাল হোসেন সিকদার ।

জেলা প্রশাসনের প্রতিনিধি সহকারী কমিশনার এ,বি,এম, মনোয়ারুল আলমের সভাপতিত্বে জেলা কালচারাল অফিসার মো: রাকিবিল বারী, চিত্রশিল্পী বিমানেশ চন্দ্র বিশ্বাস, দৈনিক ওশান পত্রিকার সম্পাদক অ্যাডঃ আলমগীর সিদ্দিকী, এস, এস, সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ হানিফ, চিত্রশিল্পী বলদেব অধিকারী,শিল্পী মোজাই জীবন সফোরী, শিল্পী অভিলাষ দাস, শিল্পী ডি ডি মল্লিক, শিল্পী নিখিল চন্দ্র দাস, শিল্পী উজ্জল খান, স্থপতি বিধান কুমার সাহা, পরশ রহমান, এস.এম সুলতান কমপ্লেক্সের সহকারি কিউরেটর মেহেদী হাসান রানা, প্রয়াত শিল্পীর সহধর্মিণী বিপুলা মজুমদার, একমাত্র সন্তান স্বপ্নীল মজুমদারসহ শিশুস্বর্গের শিক্ষক- শিক্ষার্থী, সাংবাদিক,সুশীল সমাজের প্রতিনিধি, চিত্র শিল্পীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

(আরএম/এএস/জুন ২৮, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test