E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সালথায় পূর্ব শত্রুতার জেরে হাতুড়ি পেটায় আহত এক ব্যক্তি

২০২৫ জুন ২৮ ২৩:৪৬:৪৮
সালথায় পূর্ব শত্রুতার জেরে হাতুড়ি পেটায় আহত এক ব্যক্তি

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে বেলায়েত হোসেন কুটি (৩২) নামে একজনকে নৃশংসভাবে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে। শুক্রবার (২৮ জুন) দুপুর ১২টার দিকে কামাইদিয়া গ্রামের রাস্তার পাশে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বল্লভদী ইউনিয়নের রায়ের বল্লভদী গ্রামের বাসিন্দা বেলায়েত হোসেন কুটিকে ৬ থেকে ৭ জন হেলমেট পরিহিত ব্যক্তি অতর্কিতে হামলা চালিয়ে গুরুতর জখম করে। তারা হাতুড়ি দিয়ে তার শরীরের বিভিন্ন অংশে আঘাত করে এবং ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

বর্তমানে তিনি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, বেলায়েত হোসেনের অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত।

জানা যায়, বেলায়েত হোসেন কুটি সালথা উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও বল্লভদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহীন এর অনুসারী হিসেবে পরিচিত। ভুক্তভোগী ও তার পরিবারের অভিযোগ, হামলাকারীরা বল্লভদী ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার অহিদুল ইসলামের সমর্থক এবং বিএনপি রাজনীতির সাথে জড়িত।

এ ঘটনার পর এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছে এবং ভিকটিমের স্বজনদের মাঝে চাপা ক্ষোভ দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসন সতর্ক দৃষ্টিতে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

(ডিসি/এএস/জুন ২৮, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test