E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

নওগাঁয় মুক্তিযোদ্ধা খুন, গ্রেফতার ৪

২০১৪ ডিসেম্বর ১১ ১৮:১২:৩৭
নওগাঁয় মুক্তিযোদ্ধা খুন, গ্রেফতার ৪

নওগাঁ প্রতিনিধি : বিজয়ের মাসে নওগাঁর পত্নীতলায় নাজিম উদ্দিন (৬৫) নামে এক মুক্তিযোদ্ধাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে। ময়না তদন্তের পর বুধবার সন্ধ্যায় মরহুমের বাড়ি মেহরুন গ্রামে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

এদিকে হত্যাকান্ডের পর রাতেই পুলিশ যে ৩ মহিলাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় এনেছিল, তাদের ছেড়ে দেয়া হয়েছে। বুধবার নিহত মুক্তিযোদ্ধা নাজিম উদ্দীনের স্ত্রী আরিফা বেগম বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩/৪ জনকে আসামী করে পত্নীতলা থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ মামলার এজাহার নামীয় আসামী আবু তাহের (৩২), কসাই আব্দুস সালাম (৪৫), নূরুজ্জামান (৫৫) ও মোস্তাফিজুর রহমান ফিজু (৩২) কে গ্রেফতার করেছে।

মামলার মুল আসামী মোতাহার পলাতক রয়েছে। এদিকে বিজয়ের মাসে একজন বীর মুক্তিযোদ্ধাকে নির্মমভাবে খুন করায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা-৭১ এর নেতৃবৃন্দ চরম ক্ষোভ প্রকাশ করেছেন। তারা অবিলম্বে খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়েছেন। মঙ্গলবার দিনগত রাতে নওগাঁর পত্নীতলা উপজেলার মেহরুন গ্রামের মৃত মফিজ উদ্দীনের পুত্র মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন (৬৫) কে চিহিৃত সন্ত্রাসীরা নির্মমভাবে কুপিয়ে হত্যা করে।

অপরদিকে বুধবার দুপুরে মান্দা উপজেলার উথরাইল বিলের পানি থেকে যে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ পুলিশ উদ্ধার করেছিল তার পরিচয় বৃহস্পতিবার বিকেল পর্যন্ত জানা যায়নি বলে মান্দা থানার ওসি (তদন্ত) কামরুল ইসলাম নিশ্চিত করেছেন।

(বিএম/এএস/ডিসেম্বর ১১, ২০১৪)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test