E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পদ্মা নদীতে এবার ধরা পরলো ৫০ কেজির বাগাইড়, সাড়ে ৭৭ হাজারে বিক্রি

২০২৫ জুন ২৮ ২৩:৪৯:২৩
পদ্মা নদীতে এবার ধরা পরলো ৫০ কেজির বাগাইড়, সাড়ে ৭৭ হাজারে বিক্রি

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পদ্মায় জেলের জালে বিশাল আকৃতির একটি বাগাইড় মাছ ধরা পরেছে। ওজন দিয়ে দেখা গেছে মাছটির ওজন ৫০ কেজি। শনিবার দুপুরে পদ্মা নদীর রাজবাড়ী জেলার দৌলতদিয়া ইউনিয়নের কলা বাগান এলাকায় জেলে সিদ্দিক হলদারের জালে মাছটি ধরা পরে।

এ সময় মাছটিকে স্থানীয় আড়তদার রেজাউল মন্ডলের আড়তে নিয়ে আসলে এক নজর দেখতে ভীড় করে স্থানীয়রা। শোরগোল আর মোবাইলে ভিডিও ধারনে ব্যস্ত হয়ে পরে দর্শনার্থীরা।

আড়তদার রেজাউল মন্ডল বলেন, মাছটিকে আড়তে নিয়ে আসার পর সেখানে বসে উম্মক্ত নিলাম। সকল মাছ ব্যাবসায়ী ও আড়ৎদারদের অংশ গ্রহনে ১ হাজার ৫৫০ টাকা কেজি দরে মোট ৭৭ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নেন মাছ ব্যাবসায়ী আড়তদার চান্দু মোল্লা।

মাছ ব্যাবসায়ী আড়ৎদার চান্দু মোল্লা বলেন, পদ্মা নদীতে এখন মাঝে মধ্যেই এমন বড় মাছ ধরা পরছে। তবে দুই এক বছরের মধ্যে এটির সবচেয়ে বড় মাছ। এ ধরনের মাছে চাহিদা থাকে বেশি। মাছটিকে ৭৭ হাজার ৫০০ টাকায় কিনে নেওয়ার পর অনলাইনে বিক্রির জন্য দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করা হচ্ছে।

তিনি আরো বলেন, মাছটিকে আপাতত দৌলতদিয়া ফেরি ঘাটে পল্টুনের সাথে বেধে রাখা হয়েছে। কেজি প্রতি এক শত টাকা লাভ পেলেই মাছটিকে বিক্রি করা হবে।

(একে/এএস/জুন ২৮, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test